পিতা-মাতার উপর সন্তানের অধিকার (২য় কিস্তি)
(২) পিতার নিকট থেকে প্রাপ্ত অধিকারসমূহ :
সন্তানের প্রতি পিতার দায়িত্ব অত্যন্ত কঠিন এবং দীর্ঘমেয়াদী। মাতৃগর্ভে সন্তানের সঞ্চারণ শুরু হবার সময় হ’তে বড় হয়ে সমাজে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তাঁর দায়িত্ব অব্যাহত থাকে। এজন্য ইসলাম দাম্পত্য জীবনের ব্যয়ভার বহন ও দৈহিকভাবে সক্ষম ব্যক্তিকেই বিবাহ করার অনুমতি প্রদান করেছে। (বুখারী ও মুসলিম; মিশকাত হা/৩০৮০।) পিতার নিকট হ’তে প্রাপ্ত সন্তানের অধিকারগুলোকে আমরা দু’পর্যায়ে বিভক্ত করতে পারি।
(ক) সন্তানের পৃথিবীতে আগমনের পূর্ববর্তী অধিকার।
(খ) সন্তানের পৃথিবীতে আগমনের পরবর্তী অধিকার।