জানি বলেই তো বিয়ে করি নাই
সেদিন বিশেষ একটা কারনে ফারুক গুলশান মার্কেটে গিয়েছিলো। ওখানেই মনিরুলের সাথে তার দেখা। বেশ কিছুদিন পর হঠাৎ করে এভাবে দেখা হওয়াতে দুজনেই বেশ আশ্চর্য্য হয়ে গেলো। হৈ হৈ করে একে অপরের দিকে ছুটে এলো। জড়িয়ে ধরে একথা সেকথার পর গলা ভেজানোর জন্য পাশের একটা রেস্টুরেন্টে গিয়ে বসলো দুজন। কফি আর স্ন্যাক্স অর্ডার করে ফারুক জিজ্ঞেস করলো,
ফারুকঃ এখন আপনার কতো চলে ?
ফারুক যে বয়সের কথা জিজ্ঞেস করেছে সেটা বুঝেও না বুঝার ভান করে মনিরুল পাল্টা প্রশ্ন করলো,
মনিরুলঃ কিসের কথা বলছেন ? চাকরির বয়স ?
মনিরুল ব্যাপারটা এড়িয়ে যেতে চাচ্ছে বুঝে ফারুক বেশ চেপেই ধরলো। স্পষ্ট করে জিজ্ঞেস করলো,
ফারুকঃ আরে না, আপনার চাকরির বয়স না, আমি আপনার নিজের বয়সের কথা জিজ্ঞেস করেছিলাম !
মনিরুল কিছুটা দমে গিয়ে বললো,
মনিরুলঃ চল্লিশ পার করলাম গতো বছর। এরপরে যেনো আবার জিজ্ঞেস করেন না, এখনো বিয়ে করলাম না কেনো ? মেয়েদের কথা মনে পড়লেই আমার মন বিষিয়ে যায়।
মনিরুলের কথায় ফারুক কিছুটা হতাশ হয়েই বললো,
ফারুকঃ মেয়েদের ব্যপারে আপনি কিভাবে জানবেন ? আপনি তো বিয়েই করেননি !
ফারুকের কথার উত্তর যেনো মনিরুলের তৈরীই ছিলো। ফারুকের কথা শেষ হতেই সে বলে উঠলো,
মনিরুলঃ আরে কি যে বলেন ! মেয়েদের ব্যাপারে জানি বলেই তো বিয়ে করি নাই...