ঘটা করে বিয়ে আর প্রেম করে বিয়ের মাঝে পার্থক্য
সানি আর রবিন দুই বন্ধুর মধ্যে বিয়ে নিয়ে কথা হচ্ছিলো।
কিছুদিন আগেই সানি মিলার সাথে প্রেম করে বিয়ে করেছে। রবিন এখনো বিয়ে করেনি। তবে বাড়িতে খুব তোড়জোড় চলছে তাকে বিয়ে করাবে বলে। বাবা-মা উঠে-পড়ে লেগেছে বিয়ের পাত্রী দেখার জন্য। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও তারা পাত্রী দেখতে যাচ্ছেন। যেহেতু সানি ইতিমধ্যেই কাজটি সেরে ফেলেছে তাই রবিন সানিকে জিজ্ঞেস করলো,
রবিনঃ আচ্ছা সানি, ঘটা করে বিয়ে আর প্রেমের বিয়ের মাঝে পার্থক্য কি ?
সানি রবিনের প্রশ্নের আসল ব্যাপারটা বুঝতে পেরে উত্তরে বললো,
সানিঃ এটা তো খুব সোজা একটা ব্যাপার। তুই কি বুঝতে পারছিস না ?
সানির জবাবে রবিন কিছুটা অধৈর্য্য হয়ে বললো,
রবিনঃ আহা, অযথা হেয়ালী করিস না। সেই সোজা কথাটা জানলে বল।
সানিঃ শোন, পার্থক্যটা খুব সাধারন। প্রেম করে বিয়ে করলে নিজের প্রেমিকাকে বিয়ে করতে হয়। আর ঘটা করে বিয়েতে অন্যের প্রেমিকাকে বিয়ে করতে হয় !