আদল : মানব জীবনের এক মহৎ গুণ

আমি

Staff member
Administrator
Joined
Jun 8, 2016
Threads
177
Messages
3,437
Reaction score
119
Points
2,063
Age
51
Gender
Male
আদল : মানব জীবনের এক মহৎ গুণ

ইসলামী সমাজ ব্যবস্থা ও রাষ্ট্রীয় জীবনে আদল বা সুবিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আদল হ’ল মানবীয় সর্বোত্তম গুণের অন্যতম। সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও যুলুম- নিপীড়নমুক্ত সমাজ গঠনে আদল বা সুবিচারের কোন বিকল্প নেই। দ্বীন ইসলামকে সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে হ’লে সমাজ ও রাষ্ট্রে আদল প্রতিষ্ঠা করা অপরিহার্য। সমগ্র সৃষ্টিজগতকে আল্লাহ তা‘আলা আদল বা সুবিচারের সাথে পরিচালনা করছেন। তাঁর কাজে কোথাও অন্যায়-অবিচার বা সত্যের পরিপন্থী কিছু নেই। আল্লাহ তাঁর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকেও আদল প্রতিষ্ঠিত করার জোর তাকীদ দিয়েছেন। আদল বা ইনছাফ ব্যক্তি ও আদর্শ সমাজের অনন্য বৈশিষ্ট্য।
‘আদল’ আরবী শব্দ। এর আভিধানিক অর্থ হ’ল সুবিচার করা, সমান করা, নিরপেক্ষতা, বিনিময় প্রভৃতি। আদলের সমার্থক শব্দ হচ্ছে ‘ইনছাফ’ ও ‘কিসত’। আদলের বাংলা প্রতিশব্দরূপে সুবিচার, ন্যায়বিচার ইত্যাদি শব্দ ব্যবহৃত হয়।
ইসলামী শরী‘আতের পরিভাষায় সমাজ ও রাষ্ট্রীয় জীবনের সকল ক্ষেত্রে ইসলামী জীবন বিধান অনুযায়ী যার যে হক বা অধিকার ও প্রাপ্য তা আদায়ের সুব্যবস্থাকেই আদল বলা হয়। বস্ত্তত মানুষের জীবনের সামগ্রিক ক্ষেত্রে তথা কাজ-কর্ম, চলাচল, আচার-আচরণ, লেনদেন, বেচা-কেনা, বিনিয়োগ ব্যবস্থা, সমাজ-রাষ্ট্র পরিচালনা, যুদ্ধ, সন্ধি, সঞ্চয়, ভোগ, বিচার ব্যবস্থায় ইনছাফ ও সুবিচার প্রতিষ্ঠার নামই আদল। আল-কুরআনে ‘আদল’ ১৪ বার এবং ‘কিসত’ ১৫ বার ব্যবহৃত হয়েছে।
(মুহাম্মাদ ফুওয়াদ আব্দুল বাকী, আল-মু‘জামুল মুফাহরাস লি আলফাযিল কুরআনিল কারীম (কায়রো : দারুল হাদীছ, ১৯৯৬), পৃঃ ৫৫১, ৬৫৩-৫৪।) আর ‘আদল’ ও ‘কিসত’ সমার্থজ্ঞাপক পদবাচ্য।

আদল বা ইনছাফকে দু’ভাগে ভাগ করা যায়। যেমন- ব্যক্তিগত ইনছাফ ও সামাজিক ইনছাফ।
 
Back
Top