সঙ্গীত কার না ভালো লাগে? সবার কাছে ভালো লাগার এই বিষয়টি নিয়ে এবার হাজির হলাম। তবে এবার কোনো প্রচলিত বিষয়ের সঙ্গীত নয়। ইসলামী সঙ্গীত। আগে এই ধর্মীয় গান বা সঙ্গীতকে একবাক্যে আমরা 'গজল' বলতাম। এখন এর অনেক ভাগ হয়েছে। আল্লাহর শানে গাওয়া কোনো সঙ্গীতকে হাম্দ বলা হয়, আর নবীজির নামে গাওয়া সঙ্গীতকে না'ত। আর এদু'টির বাইরে যে গান আমরা ধর্মীয়ভাবে শুনে থাকি তাকে বলা হয়ে থাকে 'ইসলামী সঙ্গীত'। তবে শুরুতেই বলে রাখা প্রয়োজন- যদিও সঙ্গীত আমাদের প্রায় সবার প্রিয় বিষয়, তবুও অনেক বিষয়ের মতো এই সঙ্গীত বিষয়টাতেও পছন্দের বিভিন্নতা আছে। হাল সঙ্গীতে যেমন কেউ রক পছন্দ করেন তো কেউ মেটাল পছন্দ করেন। ইসলামী সঙ্গীতের বেলায়ও ঠিক তেমনি কেউ না'ত পছন্দ করেন তো কেউ আবার হাম্দ পছন্দ করেন। আবার এমন অনেকেই আছেন, যাদের সঙ্গীতের কথার চাইতে সূরটাকেই বেশী প্রাধান্য দিয়ে থাকেন পছন্দের ক্ষেত্রে। এতোসব বিষয় আর ক্যাটাগরি থেকে নিজের পছন্দের সঙ্গীতটা যাতে আলাদাভাবে বেছে নিতে পারেন, সে জন্য আমি পর্যায়ক্রমে আলাদা আলাদা বিষয়ের উপর থ্রেড দিবো বলে সিদ্ধান্ত নিয়েছি। আর এরই ধারাবাহিকতার প্রথম প্রয়াস "ইসলামী সঙ্গীত (বিভিন্ন শিল্পী) বাংলা"
প্রত্যেকটা সঙ্গীতই এখানে অনলাইনে সরাসরি শুনতে পারবেন। আর ইচ্ছে করলে ডাউনলোডও করে নিতে পারবেন!
প্রথম সঙ্গীতটা বর্তমান সময়ে মুসলিম উম্মাহর অবস্থান তুলে ধরে মাকে নিয়ে একটি সঙ্গীত...
--------------------------------------------------
মাগো তোমায় দুঃখের কথা আর তো কইবো না...
--------------------------------------------------
প্রত্যেকটা সঙ্গীতই এখানে অনলাইনে সরাসরি শুনতে পারবেন। আর ইচ্ছে করলে ডাউনলোডও করে নিতে পারবেন!
প্রথম সঙ্গীতটা বর্তমান সময়ে মুসলিম উম্মাহর অবস্থান তুলে ধরে মাকে নিয়ে একটি সঙ্গীত...
--------------------------------------------------
মাগো তোমায় দুঃখের কথা আর তো কইবো না...
--------------------------------------------------