Collected স্বাগতম বন্ধু - আসিফ রহমান জয়

dukhopakhidukhopakhi is verified member.

Special Member
Registered
Community Member
1K Post
Joined
Dec 22, 2024
Threads
407
Messages
5,564
Reaction score
2,009
Points
3,913
Age
40
Location
Dhaka, Bangladesh
Gender
Male
*****স্বাগতম বন্ধু*****

মূল লেখকঃ আসিফ রহমান জয়





বৃহস্পতিবার রাত।

অফিস থেকে বের হতে দেরী হয়ে গেলো। এয়ারপোর্ট ক্রস করার সময়ই দেখলাম একপাশে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে হাত নাড়ছে! বাইক থামাবো কি থামাবো না ভাবতে ভাবতেই চোখের পলকে দৌড়ে এসে এক ঝটকায় আমার বাইকে উঠে বসলো! কিছু বোঝার আগেই নাকে ওর গায়ের সুগন্ধ ভেসে এলো; সেই পরিচিত, পুরনো কিন্তু চনমনে, ঠান্ডা হাওয়ার একঝলক মিষ্টি সুগন্ধ!

কাধের কাছটায় সেই পরিচিত স্পর্শ! ঘাড়টা কেমন যেন শিরশির করে উঠলো-একটু ভালোলাগায়, একটু ঠান্ডায়!

-‘কেমন আছো?’
-‘উফ...তোমার ঠান্ডা হাত সরাও!’
আমি কপট ঝাড়ি দিই! রিনঝিন মেশানো মিষ্টি হাসি শোনা যায়! আহা, কতদিন এই হাসি শুনি না!
-‘এসেছি খুশী হওনি?’
-‘আমার জন্য তো আর আসোনি। এসেছো কাজে, কাজ শেষ হলে যেভাবে হঠাৎ এসেছো, সেভাবেই হঠাৎ চলে যাবে।’
হাতটা এবার কাধ থেকে সরে যেয়ে হেলমেটে টোকা দেয়।
-‘তোমার হেলমেট খোল, চুলে হাত বুলিয়ে দিই।’
আমি আপত্তি করি না। হেলমেট খুলে বাইকের স্পিড বাড়িয়ে দিই। শোঁ শোঁ শব্দে ঠান্ডা হাওয়া আমার ঘাড়ে আর চুলে শীতল স্পর্শ বুলিয়ে দিতে থাকে। স্পীডের কাটা ক্রমশঃই বাড়তে থাকে!

সামনে বনানীর জ্যাম! গাড়ি আর বাসের হর্নে কান ঝালাপালা। ভিউ মিররে তাকিয়ে দেখলাম পিছনের সিট ফাঁকা - কেউ নেই! কে জানে কোন ফাঁকে নেমে গেছে! আমি আবার হেলমেট পরে নেই। বাইক চলতে থাকে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এসে আবার সেই চেনা গন্ধ পাই। ভিউ মিররে তাকিয়ে দেখি আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। আমি হেসে দিয়ে বলি-
-‘কোথায় চলে গেলে হুট করে?’
-‘উফ...গাড়ী আর বাসের জ্যাম আমার এক্কেবারেই ভালো লাগে না।’
-‘আর কতদূর যাবে?’
আমাকে একেবারে পিছন থেকে জড়িয়ে ধরে কানের কাছে ফিসফিস করে বললো-
-‘একেবারে তোমার ঘর পর্যন্ত।’
আমি হেসে ফেলি। সেও হেসে দেয়- সেই রিনঝিন শব্দ মেশানো মিষ্টি হাসি! আমি বেটাফোনের সিম্ফনি শুনতে পাই!
অনেকদিন পর দু’জনে একসাথে হাসি।

চন্দ্রিমা উদ্যান পার হতেই ও বলে-
-‘এখানে থামো...আজকের মতো বিদায় নিতে হবে।’
আমি কপট বিস্মিত হই, চোখ কপালে তুলে বলি-
-‘তুমি না একেবারে ঘর পর্যন্ত যাবে বললে!’
ও রহস্যময় হাসি হেসে বিদায় নেয়!

শুক্রবার সকাল।

অন্য ছুটির দিনগুলোতে সকালে একটু দেরী করেই ঘুম থেকে উঠি। আজ কেন জানি তাড়াতাড়ি ঘুম ভেঙ্গে গেলো। মেঝেতে পা রাখতেই ওর উপস্থিতি টের পাই!
এসেছে...ও এসেছে!!

একছুটে ড্রইংরুমে চলে আসি। উত্তর দিকের জানালাটা খুলে দিতেই দেখি ও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে!
সেই শীতল ভালোবাসা মাখা চাহনি! সেই পরিচিত মিষ্টি গন্ধ! সেই মিষ্টি ঠান্ডার অনুভূতি!
কেন জানি আমার চোখ ভিজে যায়, সমস্ত শরীর শিরশির করে ওঠে-একটু ঠান্ডায় আর অনেকখানি ভালোলাগায়!
দেরীতে হলেও এসেছো!! স্বাগতম বন্ধু!!
 
Back
Top