নিশ্চিত আয়
আমাদের কামরুল মানে কারু যখন তার প্রেমিকাকে বিয়ের করার প্রস্তাব নিয়ে তাদের বাড়ি গেলো তখন প্রেমিকার বাবা তাকে দেখেই নাক সিঁটকালেন। কিন্তু মেয়ের যেহেতু এই ছেলেকে পছন্দ তাই ওনি সরাসরি তাকে না করতে পারলেন না। তবে গার্জিয়ান হিসাবে তার কিছু কর্তব্য তো থেকেই যায়। তাই তিনি কারুকে জিজ্ঞেস করলেন,
বাবা: আমার মেয়েকে যে বিয়ে করতে চাও ওকে খাওয়াবে-পরাবে কী? তোমার মাসিক আয়টা কত শুনি।
কারু: নিশ্চিত আয় মাসে হাজার খানেক, আর এদিক ওদিক করে….
বাবা: হাজার খানেক। জান আমার মেয়ে আমার কাছ থেকে মাসে হাত খরচই পায় এক হাজার টাকা।
কারু: নিশ্চিত আয় বলতে আমি ওটাই মিন করছি।।...