নারী এত সুন্দরী
সময় মতো বিয়ে করতে না পেরে ইদানিং মাইন বেশ নারী বিদ্বেষী হয়ে উঠেছে। সে এখন নারীদের অনেক কিছুই সহ্য করতে পারে না। বিশেষ করে তাদের রূপ, তাদের সৌন্দর্য্য...
সে একদিন তার গুরুর কাছে জিজ্ঞেস করলো,
মিরাজঃ গুরুজী, উপরওয়ালা নারীকে এতো সুন্দরী করে বানিয়েছে কেনো ?
গুরুজীঃ যাতে তুমি তাকে ভালোবাসো !
মিরাজঃ তাহলে গুরুজী, প্রভূ তাকে এতো বোকা করে বানিয়েছে কেনো ?
গুরুজীঃ যাতে সে তোমাকে ভালোবাসে...