- Joined
- Dec 28, 2024
- Threads
- 166
- Messages
- 3,900
- Reaction score
- 1,701
- Points
- 2,213
- Age
- 46
- Location
- Dhaka
- Gender
- Male

স্বাগতম সবাইকে "গোপাল ভাঁড়ের কিস্সা" থ্রেডে! বাংলার লোকসাহিত্যের অনন্য রত্ন গোপাল ভাঁড়, যিনি তাঁর তীক্ষ্ণ বুদ্ধি, হাস্যরস আর চতুরতার জাদুতে শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের হাসিয়ে আসছেন। নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্রের সভার এই বিখ্যাত ভাঁড় কি শুধুই একটি কাল্পনিক চরিত্র, নাকি সত্যিই ছিলেন তিনি? এই থ্রেডে আমরা গোপালের মজার মজার গল্প, তার চতুর সমাধান আর বাঙালির হৃদয়ে তার অমলিন জনপ্রিয়তার কারণ খুঁজে দেখব।
এখানে আমরা শেয়ার করব গোপাল ভাঁড়ের সেরা কিস্সা, তার রসিকতার পেছনের জ্ঞান, আর কীভাবে এই গল্পগুলো আজও আমাদের জীবনে হাসি আর প্রেরণা যোগায়। তাহলে চলুন, ঢুকে পড়ি গোপালের রঙ্গরসের জগতে! আপনার প্রিয় গোপাল ভাঁড়ের গল্প কোনটি? শেয়ার করুন এবং আমাদের সঙ্গে যোগ দিন এই হাস্যরসের উৎসবে!
(বি. দ্র.: এই থ্রেডের সব গল্পই সংগৃহিত ও সংকলিত)