- Joined
- Dec 28, 2024
- Threads
- 166
- Messages
- 3,900
- Reaction score
- 1,701
- Points
- 2,213
- Age
- 46
- Location
- Dhaka
- Gender
- Male
এক অচেনা বন্ধুত্ব
(উৎসঃ শব্দের আঁচড়ে গাঁথা স্বকীয় ভাবনার মৌলিক নির্ভেজাল নির্যাস, আমার নিজের লেখা)
বর্ষাকালের এক অলস বিকেল। ঝুম বৃষ্টির পর ঢাকা শহরের রাস্তাগুলো কেমন যেনো সতেজ হয়ে উঠেছে। আরেকটা পরীক্ষা শেষ করে শুভ বাসায় ফিরছিলো, কিন্তু মনটায় একটা শূন্যতা কাজ করছিলো। সবকিছু কেমন যেনো যান্ত্রিক, একঘেয়ে।
ট্যাক্সি থেকে শুরু
শুভ বাসায় ফেরার জন্য একটা ট্যাক্সিতে উঠলো। চালক ছিলো এক বয়স্ক লোক, দাড়ি-পাকা, মুখে এক অদ্ভুত প্রশান্তির হাসি।
"কোথায় যাবেন?"
"ধানমন্ডি, ৭ নম্বর।"
গাড়ি চলতে শুরু করলো। কিছুক্ষণ পর চালক হঠাৎ বললেন, "আপনার মন খারাপ দেখছি। সব ঠিক আছে তো?"
শুভ একটু চমকে গেলো। গাড়ি চালক কীভাবে বুঝলেন?
"আসলে... একটু চিন্তিত। পড়াশোনা, ভবিষ্যৎ... সব কিছু নিয়েই চাপ!"
বুড়ো চালক মৃদু হাসলেন। "ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবতে নেই বাবা। আমরা যতটা প্ল্যান করি, জীবন ঠিক ততটাই অন্যরকম হয়।"
এক অজানা জীবনের গল্প
শুভ আগ্রহ নিয়ে বললো, "আপনি কি কখনো এমন কিছু দেখেছেন?"
বুড়ো চালক বললেন, "হ্যাঁ। আমি আগে স্কুলের শিক্ষক ছিলাম। কিন্তু একদিন সিদ্ধান্ত নিলাম, শহরের জীবন ছেড়ে গ্রামে চলে যাবো। কিন্তু বুঝলাম, আমার সত্যিকারের আনন্দ মানুষের সাথে থাকার মধ্যে। তাই আবার ফিরে এলাম, আর এখন ট্যাক্সি চালাই। দিনের পর দিন নতুন মানুষ দেখি, নতুন গল্প শুনি।"
শুভ অবাক হয়ে গেলো। সাধারণ একজন মানুষ, অথচ জীবন নিয়ে তার দারুণ দৃষ্টিভঙ্গি!
"তাহলে, আপনি খুশি?"
চালক হাসলেন। "হ্যাঁ। কারণ আমি জীবনের প্রতিটা দিন পুরোপুরি উপভোগ করি। সুখ শুধু বড় চাকরি বা বিশাল সফলতায় নেই, সুখ আছে ছোটখাটো মুহূর্তে।"
অপ্রত্যাশিত শিক্ষা
শুভ কিছুক্ষণ চুপ করে থাকলো। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকালো—ঝাপসা আলো, ভিজে রাস্তায় ছুটে চলা মানুষ।
সে ভাবতে লাগলো—আমরা কত কিছু নিয়ে দুশ্চিন্তা করি, অথচ জীবনের আসল সৌন্দর্য সহজ-সরল আনন্দে লুকিয়ে থাকে!
বাসায় নামার আগে সে চালককে বললো, "আপনার কথাগুলো আমি মনে রাখবো।"
চালক হাসলেন। "একদিন তুমি নিজেই বুঝবে, জীবন কেবল হিসাব করে চলার জন্য নয়, জীবন উপভোগ করার জন্য!"
শুভ সেদিন প্রথমবার বুঝলো, জীবনে সবকিছু পারফেক্ট হতে হবে না। মাঝেমধ্যে অজানা পথে হাঁটলে, নতুন দৃষ্টিভঙ্গি পাওয়া যায়।
গল্পটা এখানেই শেষ নয়। শুভ সেই দিনের পর থেকেই ছোটখাটো আনন্দের মূল্য দিতে শিখলো—এক কাপ চা, বন্ধুদের সাথে আড্ডা, রাতের আকাশের তারা দেখা—এগুলোই জীবনের সত্যিকারের সৌন্দর্য।
আপনার জীবনেও কি এমন কোনো মুহূর্ত ছিলো যেখানে আপনি হঠাৎ নতুনভাবে জীবনকে দেখতে শিখেছেন?