দূরসম্পর্কের আত্মীয়
ক'দিন আগে হঠাত করেই তিন দিনের ছুটি পেয়ে গেলো সানি। ছুটিতে ঢাকায় না থেকে গ্রামের বাড়ি থেকে ঘুরে আসলে ভালো লাগবে ভেবে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়ে দিলো। এবার ঈদের ছুটির মতো ততো ঝামেলা নেই বলে ট্রেনে করে বাড়ি যাবে বলে সানি ট্রেনে চেপে বসলো। ট্রেনে তার সামনের সিটে একজন মধ্য বয়স্ক ভদ্রলোক গলায় বাইনোকুলার ঝুলিয়ে বসেছিলো। ট্রেন বেশ কিছুক্ষন যাবার পরেও লোকটি গলায় ঝুলানো বাইনোকুলারে একবারের জন্যও হাত না দেয়াতে সানির কিছুটা খটকা লাগলো। কৌতুহল বশতঃ সে ভদ্রলোককে জিজ্ঞেস করলো, "আপনি একটি বাইনোকুলার গলায় ঝুলিয়ে রেখেছেন। অথচ একবারও দেখলাম না, আপনি বাইনোকুলার দিয়ে বাইরে দূরের কোনো দৃশ্য দেখছেন। তাহলে সঙ্গে এটা আনলেন কেন? "
সানির প্রশ্নে স্মীত হেসে ভদ্রলোক জবাব দিলেন। "আরে ভাই ! এটা দূরের কোনো দৃশ্য দেখার জন্য আনিনি। ছুটি কাটাতে যার বাড়ি যাচ্ছি, তাকে দেখার জন্য এনেছি।
ভদ্রলোকের কথায় তো সানির খটকা আরো বেড়ে গেলো। সে জিজ্ঞেস করলো, "সেটা কেমন করে ?"
ভদ্রলোকের জবাব। "কারণ, তিনি আমার দূরসম্পর্কের আত্মীয়! "