এই পৃথিবীতে মোট ১৯৫ টিরও অধিক দেশ রয়েছে। এসব দেশগুলোর মধ্যে কোনটি আকারে অনেক বড় আবার কোনটি একদম ছোট। ইতিহাসে বহু বড় বড় দেশ ভেঙে একাদিক ছোট দেশে পরিণত হয়েছে আবার একাদিক ক্ষুদ্র রাষ্ট্র মিলে একটি বৃহৎ দেশ গঠন করেছে। তবে ছোট দেশগুলোর তুলনায় বড় দেশগুলোতে ভৌগলিক, জলবায়ুগত ও জীবজগতের অধিক বৈচিত্ৰতা লক্ষ করা যায়। চলুন তাহলে জেনে নেওয়া যাক আয়তনে বিশ্বের সবচেয়ে বড় ১০টি দেশ সম্পর্কে।