- Joined
- Dec 28, 2024
- Threads
- 166
- Messages
- 3,900
- Reaction score
- 1,701
- Points
- 2,213
- Age
- 46
- Location
- Dhaka
- Gender
- Male
আগে জেনে তারপর
একবার ভোলানাথ শখ করে প্রথমবারের মতো একটি বিখ্যাত রেস্টুরেন্টে খেতে গেছেন।
ওয়েটার সামনে খাবার দিয়ে গেলেন। খাওয়াদাওয়া শেষে বেসিনে হাত ধুতে গিয়ে ভোলানাথ হাত ধোয়ার বদলে পুরো বেসিনই ঘষামাজা শুরু করে দিয়েছেন।
দেখে ওয়েটার আঁতকে উঠে বললেন, ‘আরে মশাই, আপনি করছেনটা কী? আপনি বেসিন পরিষ্কার করছেন কেন?’
ভোলানাথ রেগে গিয়ে বললেন, ‘আপনারাই তো বোকার মতো বেসিনের ওপর লিখে দিয়েছেন 'ওয়াশ বেসিন'। তাই তো বেসিন পরিষ্কার করছি। মশাই, আগে পড়াশোনাটা ভালো করে জেনে তারপর এসব নোটিশ টাঙাবেন, বুঝলেন?
একবার ভোলানাথ শখ করে প্রথমবারের মতো একটি বিখ্যাত রেস্টুরেন্টে খেতে গেছেন।
ওয়েটার সামনে খাবার দিয়ে গেলেন। খাওয়াদাওয়া শেষে বেসিনে হাত ধুতে গিয়ে ভোলানাথ হাত ধোয়ার বদলে পুরো বেসিনই ঘষামাজা শুরু করে দিয়েছেন।
দেখে ওয়েটার আঁতকে উঠে বললেন, ‘আরে মশাই, আপনি করছেনটা কী? আপনি বেসিন পরিষ্কার করছেন কেন?’
ভোলানাথ রেগে গিয়ে বললেন, ‘আপনারাই তো বোকার মতো বেসিনের ওপর লিখে দিয়েছেন 'ওয়াশ বেসিন'। তাই তো বেসিন পরিষ্কার করছি। মশাই, আগে পড়াশোনাটা ভালো করে জেনে তারপর এসব নোটিশ টাঙাবেন, বুঝলেন?