- Joined
- Dec 22, 2024
- Threads
- 415
- Messages
- 6,023
- Reaction score
- 2,753
- Points
- 3,963
- Age
- 40
- Location
- Dhaka, Bangladesh
- Gender
- Male
আজ বাজারে গিয়ে দেখি এক ভদ্রলোক দোকানে গিয়ে জিজ্ঞেস করছেন ভেজাল হলুদ আছে কিনা।
বড্ড কৌতুহল হল। লোকটির পাশে গিয়ে দাঁড়ালাম।
দেখলাম লোকটি দোকানদারের চেনা। দোকানদার এদিক-ওদিক চেয়ে বলল, আছে। দাম একটু কম।
লোকটি ফের জিজ্ঞেস করল, ভেজাল সর্ষের তেল আছে কিনা? লোকটি যথারীতি মাথা নেড়ে বলল, আছে।
এভাবে ভদ্রলোক প্রায় সমস্ত জিনিস ভেজাল কিনে ব্যাগে ভরে খুশিমনে গুনগুন করে গান করতে করতে যখন রওনা দিচ্ছেন তখন গিয়ে ধরলাম ব্যাটাকে। মুখে দেড় বছরের বাচ্চার সরলতা ফুটিয়ে বললাম, মশাই সব ভেজাল খুঁজছেন কেন? সবাই তো আসলের জন্য হন্যে হয়ে দোকানে দোকানে ঘোরে!
লোকটি ব্যাঙের মতো মুখ করে আমার দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। তারপর কট কট করে বলল, আপনি আসল খুঁজলেও ভেজাল পাবেন, ভেজাল খুঁজলেও ভেজাল পাবেন। তাহলে ভেজাল খোঁজাই ভালো। দাম কম পড়বে। একটু চুপ করে থেকে লোকটি এবার ফিক্ করে হাসলো। তারপর বলল, আরেকটি লাভ আছে।
আমার চোখ উল্টে ট্যারা হয়ে গেছে ততক্ষণে। তবু আগ্রহ নিয়ে উনার মুখের দিকে চাইলাম।
এবার লোকটি এক পা কাছে এসে আরেকবার নতুন করে হেসে বলল, ভেজাল খেলে ভেজাল রোগ হওয়ার সম্ভাবনা। আপনার পিওর আমাশা হবে না। পিওর হাঁপানি হবে না। এটাও তো লাভ না-কি!
এরপর কিভাবে বাড়ি ফিরেছিলাম মনে নেই। এখনো চোখে অন্ধকার দেখছি। তবে অন্ধকার পিওর কি না জানি না।
বড্ড কৌতুহল হল। লোকটির পাশে গিয়ে দাঁড়ালাম।
দেখলাম লোকটি দোকানদারের চেনা। দোকানদার এদিক-ওদিক চেয়ে বলল, আছে। দাম একটু কম।
লোকটি ফের জিজ্ঞেস করল, ভেজাল সর্ষের তেল আছে কিনা? লোকটি যথারীতি মাথা নেড়ে বলল, আছে।
এভাবে ভদ্রলোক প্রায় সমস্ত জিনিস ভেজাল কিনে ব্যাগে ভরে খুশিমনে গুনগুন করে গান করতে করতে যখন রওনা দিচ্ছেন তখন গিয়ে ধরলাম ব্যাটাকে। মুখে দেড় বছরের বাচ্চার সরলতা ফুটিয়ে বললাম, মশাই সব ভেজাল খুঁজছেন কেন? সবাই তো আসলের জন্য হন্যে হয়ে দোকানে দোকানে ঘোরে!
লোকটি ব্যাঙের মতো মুখ করে আমার দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। তারপর কট কট করে বলল, আপনি আসল খুঁজলেও ভেজাল পাবেন, ভেজাল খুঁজলেও ভেজাল পাবেন। তাহলে ভেজাল খোঁজাই ভালো। দাম কম পড়বে। একটু চুপ করে থেকে লোকটি এবার ফিক্ করে হাসলো। তারপর বলল, আরেকটি লাভ আছে।
আমার চোখ উল্টে ট্যারা হয়ে গেছে ততক্ষণে। তবু আগ্রহ নিয়ে উনার মুখের দিকে চাইলাম।
এবার লোকটি এক পা কাছে এসে আরেকবার নতুন করে হেসে বলল, ভেজাল খেলে ভেজাল রোগ হওয়ার সম্ভাবনা। আপনার পিওর আমাশা হবে না। পিওর হাঁপানি হবে না। এটাও তো লাভ না-কি!
এরপর কিভাবে বাড়ি ফিরেছিলাম মনে নেই। এখনো চোখে অন্ধকার দেখছি। তবে অন্ধকার পিওর কি না জানি না।