Collected আবোল তাবোল - মোস্তাফিজুর রহমান টিটু

dukhopakhidukhopakhi is verified member.

Special Member
Registered
Community Member
1K Post
Joined
Dec 22, 2024
Threads
407
Messages
5,564
Reaction score
2,005
Points
3,913
Age
40
Location
Dhaka, Bangladesh
Gender
Male
*****আবোল তাবোল*****

মূল লেখকঃ মোস্তাফিজুর রহমান টিটু





বেশ কিছুদিন পরে এই জগতে আবার আসলাম । গত কয়েক বছরে এত দীর্ঘ বিরতি এর আগে কখনো হয় নাই । খুব গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত ছিলাম না । বরং ঘোরাঘুরি, ইউটিউবে স্যাটায়ার দেখে, আর বেশ কিছু বই পড়েই সময়টা কেটেছে । এখানে আমি প্রধানত গল্প বলতেই আসি, সেটা কয়েকদিন পরে বলবো (লিখবো) । আজকে একটু আবোল তাবোল কথা বলি ।

আজ থেকে একশ বছর আগে আমার পূর্ব পুরুষদের সাথে সব সময় একটা জিনিষ থাকতো । সেটা কি জানেন ? গামছা । জল-জলার দেশের মানুষ আমরা । ধরেন নতুন একটা জায়গায় যাচ্ছেন আমার কোনো পূর্ব পুরুষ । মানুষের সব চাইতে আদি পরিবহন পা জোড়াই তার ভরসা । হাটতে হাটতে পথের মাঝে একটা খাল পরে গেলো । আশে পাশে খুজলে হয়তো চার (খালের উপরে একটা কিংবা দুইটা বাঁশের সেতুকে চার বলে) পাওয়া যাবে । কিন্তু সেই কষ্ট কেনো করবেন । সাথে তো গামছা আছে । পরিধান খুলে গামছা পরে খালটা অনায়াসেই পার হওয়া যায় । আবার হাট থেকে ফিরছে আমার কোনো পূর্ব পুরুষ । মাথার উপরে গামছা দিয়ে অনায়াসে ভারি ঝাঁকাটা বাড়ি নিয়ে আসতো সে ।

আজ থেকে একশ বছর পরের জীবন কল্পনা করার মত শক্তি আমার নাই । তবে কে জানে ঠিক উপরের অংশের মতই একজন হয়তো লিখবে... আজ থেকে একশ বছর আগে আমার বাপ দাদারা সব সময় সাথে একটা জিনিষ রাখতো । সেটা কি জানেন ? মোবাইল ফোন । সকালে বিছানা থেকে উঠে সেই যে মোবাইল ফোনটা হাতে নিতো রাতে ঘুমাতে যাবার আগ পর্যন্ত সেটা সাথেই থাকতো । খাচ্ছেন সেটা মোবাইলের দিকে তাকিয়ে, পড়ছেন তার মাঝেও মোবাইল, টিভি দেখছেন তার মাঝেও মোবাইল,এমনকি অনেকেই মোবাইল নিয়েই টয়লেটের কাজ কর্মও শেষ করতেন ।

১) আমেরিকাতেই অনেক লোক বিশ্বাস করে যে পৃথিবীটা আসলে সমতল । তাদের বিশ্বাস যারা বলে পৃথিবীটা গোল হয় তারা মহামূর্খ অথবা কুচক্রী । তাদের একটা সংগঠনও আছে । নাম International Flat Earth Research Society।

২) বাংলাদেশে নতুন কোনো ভালো গায়কের নাম খুব কম লোকই জানে কিন্তু মাহফুযুর রহমানের নাম সবাই জানে । একই কথা প্রযোজ্য হিরো আলমের ক্ষেত্রেও ।

৩) বহুল প্রচলিত একটা গল্প এরকম যে চা প্রথমে মানুষকে ফ্রি খাওয়ানো হতো । এই গল্পটা মিথ হলেও আমরা জানি সব নেশাদ্রব্যই প্রথমে ফ্রি থাকে । সিগারেট, মদ সবই প্রথমে বন্ধু কিনে খাওয়ায় । অতপর... ।
গুগোল ফ্রি, মেইল ফ্রি, ফেসবুক ফ্রি, ভাইবার ফ্রি । অতপর...

৪)”আমার ব্যর্থতার জন্য আমি ছাড়া অন্য কেউ দায়ী” এটা সব কালে সব জায়গায় সব চাইতে জনপ্রিয় স্লোগান ।
হিটলার মেইন ক্যাম্ফ বইতে যেমন কমিউনিজম আর জুডাইজমকে সব সমস্যার মূল বলেছেন । ব্যক্তি মানুষের কাছে সকল জটিল সমস্যার এত সহজ সমাধান জনপ্রিয় হবেই । ট্রাম্প এর জনপ্রিয়তারও মনে হয় একই কারণ ।

৫) আইনস্টাইনের মতে দুইটা জিনিষ নিশ্চিতভাবেই অসীম । একটি মহাজগত আর একটি মানুষের নির্বুদ্ধিতা ।
 
Back
Top