- Joined
- Dec 22, 2024
- Threads
- 407
- Messages
- 5,564
- Reaction score
- 2,005
- Points
- 3,913
- Age
- 40
- Location
- Dhaka, Bangladesh
- Gender
- Male
*****আবোল তাবোল*****
মূল লেখকঃ মোস্তাফিজুর রহমান টিটু
মূল লেখকঃ মোস্তাফিজুর রহমান টিটু
বেশ কিছুদিন পরে এই জগতে আবার আসলাম । গত কয়েক বছরে এত দীর্ঘ বিরতি এর আগে কখনো হয় নাই । খুব গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত ছিলাম না । বরং ঘোরাঘুরি, ইউটিউবে স্যাটায়ার দেখে, আর বেশ কিছু বই পড়েই সময়টা কেটেছে । এখানে আমি প্রধানত গল্প বলতেই আসি, সেটা কয়েকদিন পরে বলবো (লিখবো) । আজকে একটু আবোল তাবোল কথা বলি ।
আজ থেকে একশ বছর আগে আমার পূর্ব পুরুষদের সাথে সব সময় একটা জিনিষ থাকতো । সেটা কি জানেন ? গামছা । জল-জলার দেশের মানুষ আমরা । ধরেন নতুন একটা জায়গায় যাচ্ছেন আমার কোনো পূর্ব পুরুষ । মানুষের সব চাইতে আদি পরিবহন পা জোড়াই তার ভরসা । হাটতে হাটতে পথের মাঝে একটা খাল পরে গেলো । আশে পাশে খুজলে হয়তো চার (খালের উপরে একটা কিংবা দুইটা বাঁশের সেতুকে চার বলে) পাওয়া যাবে । কিন্তু সেই কষ্ট কেনো করবেন । সাথে তো গামছা আছে । পরিধান খুলে গামছা পরে খালটা অনায়াসেই পার হওয়া যায় । আবার হাট থেকে ফিরছে আমার কোনো পূর্ব পুরুষ । মাথার উপরে গামছা দিয়ে অনায়াসে ভারি ঝাঁকাটা বাড়ি নিয়ে আসতো সে ।
আজ থেকে একশ বছর পরের জীবন কল্পনা করার মত শক্তি আমার নাই । তবে কে জানে ঠিক উপরের অংশের মতই একজন হয়তো লিখবে... আজ থেকে একশ বছর আগে আমার বাপ দাদারা সব সময় সাথে একটা জিনিষ রাখতো । সেটা কি জানেন ? মোবাইল ফোন । সকালে বিছানা থেকে উঠে সেই যে মোবাইল ফোনটা হাতে নিতো রাতে ঘুমাতে যাবার আগ পর্যন্ত সেটা সাথেই থাকতো । খাচ্ছেন সেটা মোবাইলের দিকে তাকিয়ে, পড়ছেন তার মাঝেও মোবাইল, টিভি দেখছেন তার মাঝেও মোবাইল,এমনকি অনেকেই মোবাইল নিয়েই টয়লেটের কাজ কর্মও শেষ করতেন ।
১) আমেরিকাতেই অনেক লোক বিশ্বাস করে যে পৃথিবীটা আসলে সমতল । তাদের বিশ্বাস যারা বলে পৃথিবীটা গোল হয় তারা মহামূর্খ অথবা কুচক্রী । তাদের একটা সংগঠনও আছে । নাম International Flat Earth Research Society।
২) বাংলাদেশে নতুন কোনো ভালো গায়কের নাম খুব কম লোকই জানে কিন্তু মাহফুযুর রহমানের নাম সবাই জানে । একই কথা প্রযোজ্য হিরো আলমের ক্ষেত্রেও ।
৩) বহুল প্রচলিত একটা গল্প এরকম যে চা প্রথমে মানুষকে ফ্রি খাওয়ানো হতো । এই গল্পটা মিথ হলেও আমরা জানি সব নেশাদ্রব্যই প্রথমে ফ্রি থাকে । সিগারেট, মদ সবই প্রথমে বন্ধু কিনে খাওয়ায় । অতপর... ।
গুগোল ফ্রি, মেইল ফ্রি, ফেসবুক ফ্রি, ভাইবার ফ্রি । অতপর...
৪)”আমার ব্যর্থতার জন্য আমি ছাড়া অন্য কেউ দায়ী” এটা সব কালে সব জায়গায় সব চাইতে জনপ্রিয় স্লোগান ।
হিটলার মেইন ক্যাম্ফ বইতে যেমন কমিউনিজম আর জুডাইজমকে সব সমস্যার মূল বলেছেন । ব্যক্তি মানুষের কাছে সকল জটিল সমস্যার এত সহজ সমাধান জনপ্রিয় হবেই । ট্রাম্প এর জনপ্রিয়তারও মনে হয় একই কারণ ।
৫) আইনস্টাইনের মতে দুইটা জিনিষ নিশ্চিতভাবেই অসীম । একটি মহাজগত আর একটি মানুষের নির্বুদ্ধিতা ।