Own/Self তোমার স্মৃতিই আমার সঙ্গী আজ

Rana974

Member
Registered
Joined
Dec 27, 2024
Threads
5
Messages
119
Reaction score
239
Points
93
Location
Dhaka, Bangladesh
Gender
Male
তোমার স্মৃতিই আমার সঙ্গী আজ

আজও চাঁদ জেগে আছে নিথর রাতে,
বারান্দার গ্রিলে হাত রাখি আনমনে।
আলো-ছায়ার খেলায় স্মৃতির রেখাপাত,
পুরোনো সেই মুখ, আসে বারবার মনে।

এই চাঁদের আলোয় তুমি ছিলে পাশে,
নিঃশ্বাসের শব্দে প্রেম ছিল মিশে।
আলতো ছোঁয়ায় শিহরিত ছিল বুক,
চোখের ভাষায় কত ছিল গোপন সুখ।

তোমার সেই হাসি, নরম হাতের স্পর্শ,
অতীতের পাতায় জমে থাকা বর্ষ।
হাওয়াতে ভেসে আসে তোমার চুলের ঘ্রাণ,
অজানা এক সুর যেন গাইছে প্রাণ।

এখনও এখানে সব তেমনই আছে,
শুধু শূন্যতা আজ আমার কাছে।
ফুলেদের সুবাসে খুঁজে ফিরি তোমায়,
তবুও শূন্য এ হৃদয় একলা কাঁদায়।

হয়তো ঘুমিয়েছো তুমি দূর কোনো শহরে,
আর আমি জেগে আছি চাঁদের পহরে।
তোমার স্মৃতিই আমার সঙ্গী আজ,
ভেঙে গেছে সব প্রতিশ্রুতি, সব কাজ।
 
Back
Top