- Joined
- Dec 22, 2024
- Threads
- 407
- Messages
- 5,564
- Reaction score
- 2,005
- Points
- 3,913
- Age
- 40
- Location
- Dhaka, Bangladesh
- Gender
- Male
"সিদ্ধান্ত"
বাসে চেপে আবুল সাহেব গাজীপুর বাড়ীতে যাচ্ছেন। জানালার পাশ বসেছেন। পাশে এক ভদ্রমহিলা নিজ শিশুকে দুদু পান করানোর চেষ্টা করছেন।
শিশুটি খেতে চাইছিল না তাই ধমক দিয়ে ফিসফিস করে বললেন : "চুপচাপ দুদু খেয়ে নাও। তা নাহলে পাশের uncle টাকে খাইয়ে দেব।"
তারপর অনেকবার এই একই কথা ফিসফিস করে পূনরাবৃত্তি করলেন। কিন্তু শিশুটি মোটেই খেতে চায় না।
এদিকে পাশে দীর্ঘক্ষন বসে থাকা আবুল সাহেব বিরক্ত হয়ে এক সময় ভদ্রমহিলাকে বলেই ফেললো: "দেখুন যা " সিদ্ধান্ত" নেবার তাড়াতাড়ি নিন। আর কতো অপেক্ষা করবো !!!
আমার নামার কথা ছিল গাজীপুর। আপনার কথা শুনে আশায় আশায় ময়মনিসংহ অবধি এসে গেছি।"আর যেতে চাচ্ছি না.....

বাসে চেপে আবুল সাহেব গাজীপুর বাড়ীতে যাচ্ছেন। জানালার পাশ বসেছেন। পাশে এক ভদ্রমহিলা নিজ শিশুকে দুদু পান করানোর চেষ্টা করছেন।
শিশুটি খেতে চাইছিল না তাই ধমক দিয়ে ফিসফিস করে বললেন : "চুপচাপ দুদু খেয়ে নাও। তা নাহলে পাশের uncle টাকে খাইয়ে দেব।"
তারপর অনেকবার এই একই কথা ফিসফিস করে পূনরাবৃত্তি করলেন। কিন্তু শিশুটি মোটেই খেতে চায় না।
এদিকে পাশে দীর্ঘক্ষন বসে থাকা আবুল সাহেব বিরক্ত হয়ে এক সময় ভদ্রমহিলাকে বলেই ফেললো: "দেখুন যা " সিদ্ধান্ত" নেবার তাড়াতাড়ি নিন। আর কতো অপেক্ষা করবো !!!
আমার নামার কথা ছিল গাজীপুর। আপনার কথা শুনে আশায় আশায় ময়মনিসংহ অবধি এসে গেছি।"আর যেতে চাচ্ছি না.....