Own/Self স্বাগতম "Amazing Adda" তে

Rana974

New Member
Registered
Joined
Dec 27, 2024
Threads
4
Messages
86
Reaction score
155
Points
33
Age
38
Location
Dhaka, Bangladesh
Gender
Male
স্বপ্নেরা ডাকে, ভাবনারা বাজে,
আমাদের আড্ডা জমে তাজে তাজে।
নতুন মুখ, নতুন আশা,
বন্ধুত্বে ভরে এই প্রাণের ভাষা।

"আমেজিং আড্ডা" নামটা বেশ,
মনের কথা বলি সব খোলামেশ।
হ্যালো হাই-তে শুরু হয় দিন,
আনন্দে কাটে প্রতিটা ক্ষণ, প্রতিটা ঋণ।

কেউ লেখে গল্প, কেউ দেয় ছড়া,
কেউ বা শুধু হাসায় সবার চোরা।
চা-কফি নেই, তবু গরম সুর,
আড্ডা জমে যায় প্রতি সন্ধ্যাবেলা-পুর।


স্বাগতম হে বন্ধু, এসো আজ,
এই মঞ্চে গড়ে তোলো স্মৃতির সাজ।
কথায় কথায় মিলবে পথ,
ভুলে যাবো ক্লান্তি, ভাঙবো যত দ্বন্ধ-গ্রথ।


তাই এসো, লিখো, হাসো প্রাণ খুলে,
এই আড্ডায় হৃদয়টা কেবলই দুলে।
"আমেজিং আড্ডা" আমাদের ঘর,
বন্ধুত্ব হোক অটুট, চিরদিন বর!
 
Back
Top