- Joined
- Dec 22, 2024
- Threads
- 415
- Messages
- 6,023
- Reaction score
- 2,753
- Points
- 3,963
- Age
- 40
- Location
- Dhaka, Bangladesh
- Gender
- Male
রিটায়ার্ড এর পর যেভাবে সময় কাটে
সেদিন ভবেশ কাকুকে জিজ্ঞাসা করলাম,
“আচ্ছা কাকু, তোমরা রিটায়ার্ড লোকেরা টাইম কাটাও কি করে?”
- আরে ওটা কোনো ব্যাপারই না, কেটে যায়...
- তাও?
- এই ধর, কাল আমি আর তোর কাকী’কে নিয়ে সিটি সেন্টার গেছিলাম। একটু পর বের হয়ে এসে দেখি, একজন ট্রাফিক নো পার্কিং জোনে গাড়ি রাখায় গাড়ির নাম্বার টুকে রাখছে, ছবি তুলছে।
ওনাকে বললাম,“সিনিয়ার সিটিজেন হিসাবে বলছি, প্লীজ কেস দেবেন না।”
উত্তর না দিয়ে উনি স্লিপ লিখে হাতে দিতে চাইলেন।
বললাম,“নেবো না, যা পারেন করুন।”
উনি কথা না বাড়িয়ে উইন্ডশিল্ডে চালানটা আটকে দিয়ে চলে যাচ্ছিলেন। আমি একটা চ বর্গীয় গালি দিলাম। উনি রেগে গিয়ে গাড়ির দরজায় জোরসে মারলেন এক লাথি। জায়গাটা একটু টোল খেয়ে গেলো। তাইনা দেখে তোর কাকীমা একটা ম বর্গীয় গালি দিলো। সাথে আমি দিলাম খ বর্গীয় গালি। এবার পুলিশ লাথি দিয়ে গাড়িতে আরেকটা টোল ফেলে দিলো।
এই রকম গালি লাথি গালি লাথি মিনিট দশেক চললো। গাড়ির একপাশ তো পুরো এবড়োথেবড়ো দশা। আধঘন্টা পর ট্রাফিক পুলিশ একটা রেকার কল করে, গাড়ি কোথায় যেনো নিয়ে গেলো।
- ওমা কাকু বল কি! তা তোমরা ফিরলে কি করে?
- যেভাবে গেছিলাম সেইভাবেই...
- মানে?
- আরে আমরা তো রিক্সায় গেছিলাম। ঐ রিক্সায়ই ফিরলাম। গাড়ি কার তা তো জানি না!!