- Joined
- May 2, 2025
- Threads
- 8
- Messages
- 154
- Reaction score
- 30
- Points
- 28
- Location
- 88267640
- Referrer
- dukhopakhi
- Gender
- Male
রান্টি : জানিস আমি খুব বড় শিকারি। একবার আমি বাঘ শিকার করতে গিয়ে ছিলাম সুন্দরবনে।
বান্টি : তাই নাকি? কি হয়েছিলো বল না।
রান্টিঃ সেবার গিয়েছিলাম সুন্দরবনে বাঘ শিকার করতে। অনেকক্ষন ধরে একটা বাঘের পিছনে পিছু নিয়ে হাঁটছি তো হাঁটছি। তারপর এক সময় জান বাঁচানোর জন্য দৌড়তে শুরু কররাম। পিছন থেকে বাঘটা আমার উপর হামলে পারার ঠিক আগ মুহূর্তে একটা গাছে চড়ে কোনো রকমে জীবন বাচিয়েছিলাম।
বান্টি : দাঁড়া দাঁড়া, তুইতো ছিলি বাঘের পিছনে। শিকার করার জন্য পিছু নিয়েছিলি, তাহলে বাঘটি তোকে পিছন থেকে হামলা করে কি করে??
রান্টিঃ ইয়ে-মানে, মানে হেঁ, আমরা বৃত্তাকারে ঘুরছিলাম যে।
রন্টিঃ জানিস ! আমাদের ৩ ভাইয়রে মধ্যে ১ ভাই খুব সাহসী, একবার ঐ ভাই একাই একটা বাঘের সঙ্গে লড়াই করছেলি।
বান্টিঃ তারপর কি হলো?
রন্টিঃ তারপর থেকে আমরা ২ ভাই !!
এবার রন্টি ও বান্টি সুন্দরবনে গেল বাঘ শিকার করতে। অনেক খোজা-খুঁজি করে তারা বনের ভিতর বাঘের পায়ের ছাপ দেখতে পেলো ।
বান্টি বললঃ রন্টি তুই এই পায়ের ছাপ ধরে সামনের দিকে গিয়ে দেখ- বাঘটা কোথয় গেল, আর আমি উল্টো দিকে গিয়ে দেখি বাঘটা কোথা থেকে এলো !!
কিছুক্ষণ পরেই হঠাৎ একটা বাঘ তাদের সামনে এসে হাজির!
বান্টি বাঘের চোখে একটা ঢিল মেরে দিল একটা দৌড়। বান্টি রন্টিকে বললঃ, রন্টি, দৌড়ে পালা ....
রন্টি বললঃ আমি পালাবো কেন? আমি কি বাঘের চোখে ঢিল মেরেছি নাকি? তুই বাঘের চোখে ঢিল মেরেছিস্ , তুই- ই দৌড়ে পালা !!
সংগৃহীত
বান্টি : তাই নাকি? কি হয়েছিলো বল না।
রান্টিঃ সেবার গিয়েছিলাম সুন্দরবনে বাঘ শিকার করতে। অনেকক্ষন ধরে একটা বাঘের পিছনে পিছু নিয়ে হাঁটছি তো হাঁটছি। তারপর এক সময় জান বাঁচানোর জন্য দৌড়তে শুরু কররাম। পিছন থেকে বাঘটা আমার উপর হামলে পারার ঠিক আগ মুহূর্তে একটা গাছে চড়ে কোনো রকমে জীবন বাচিয়েছিলাম।
বান্টি : দাঁড়া দাঁড়া, তুইতো ছিলি বাঘের পিছনে। শিকার করার জন্য পিছু নিয়েছিলি, তাহলে বাঘটি তোকে পিছন থেকে হামলা করে কি করে??
রান্টিঃ ইয়ে-মানে, মানে হেঁ, আমরা বৃত্তাকারে ঘুরছিলাম যে।
রন্টিঃ জানিস ! আমাদের ৩ ভাইয়রে মধ্যে ১ ভাই খুব সাহসী, একবার ঐ ভাই একাই একটা বাঘের সঙ্গে লড়াই করছেলি।
বান্টিঃ তারপর কি হলো?
রন্টিঃ তারপর থেকে আমরা ২ ভাই !!
এবার রন্টি ও বান্টি সুন্দরবনে গেল বাঘ শিকার করতে। অনেক খোজা-খুঁজি করে তারা বনের ভিতর বাঘের পায়ের ছাপ দেখতে পেলো ।
বান্টি বললঃ রন্টি তুই এই পায়ের ছাপ ধরে সামনের দিকে গিয়ে দেখ- বাঘটা কোথয় গেল, আর আমি উল্টো দিকে গিয়ে দেখি বাঘটা কোথা থেকে এলো !!
কিছুক্ষণ পরেই হঠাৎ একটা বাঘ তাদের সামনে এসে হাজির!
বান্টি বাঘের চোখে একটা ঢিল মেরে দিল একটা দৌড়। বান্টি রন্টিকে বললঃ, রন্টি, দৌড়ে পালা ....
রন্টি বললঃ আমি পালাবো কেন? আমি কি বাঘের চোখে ঢিল মেরেছি নাকি? তুই বাঘের চোখে ঢিল মেরেছিস্ , তুই- ই দৌড়ে পালা !!
সংগৃহীত