Collected পঁচা দার দুঃস্বপ্ন

dukhopakhidukhopakhi is verified member.

Special Member
Registered
Community Member
1K Post
Joined
Dec 22, 2024
Threads
407
Messages
5,564
Reaction score
2,005
Points
3,913
Age
40
Location
Dhaka, Bangladesh
Gender
Male
পঁচা দার দুঃস্বপ্ন

একটি সংগৃহীত কৌতুক




পঁচা দা ঘুমের মধ্যেই নাকে একটা বোঁটকা গন্ধ পেলো। লঞ্চটা অল্প অল্প দুলছে, ঘুমটা দারুণ হচ্ছলো। কিন্তু হঠাৎ গন্ধ কোত্থেকে এলো? পচা দা'র চোখ খুলে মনে হলো সামনের বেডে কেউ একটা শুয়ে। চশমাটা চোখে দিয়েই আঁতকে উঠলো পচা দা, একটা রয়্যাল বেঙ্গল টাইগার তার মুখের দিকে তাকিয়ে বসে আছে। পচা দা'র দিকে তাকিয়ে মুচকি হেসে বললো, গুড মর্নিং।

পচা দা কি ঘটছে বুঝতে না পেরে বললো, গুড মর্নিং।

বাঘটা বললো, ঘুম কেমন হলো?

পচা দা বললো, ভালো।

- সুন্দরবন এই প্রথম?

- হ্যাঁ

- হিসি-হাগু কিছু করার আছে?

- কেন?

- না, তাহলে আমি খাবো।

- কি?

- কি না, কাকে? আপনাকে?

- মানে?

- হুম্... এটাই তো চুক্তি হয়েছে।

- কার সংগে?

- বন বিভাগের সংগে।

- কি চুক্তি?

- মাসে দশটা করে টুরিস্ট আমাদের প্রাপ্য। তবে তার বদলে আমরা আপনাদের এন্টারটেন করবো।

- কিভাবে?

- আপনারা যখন লঞ্চের জানালা দিয়ে উঁকি দেবেন আমরা সপরিবারে পাড়ে এসে দাঁড়াবো। বাচ্চারা ডিগবাজি খাবে। আমার বউ সামনের দুটো পা তুলে আমার গালে একটা চুমু খাবে।

- এতে কি হবে?

- আরো বেশি টুরিস্ট আসবে। বন বিভাগের লাভ হবে।

- বেশ। কিন্তু আমাদের প্যাকেজে তো এটা ছিল না! মানে আমায় লঞ্চের মধ্যেই বাঘে খাবে।

- ছিলো না? ভালো করে পড়েন নি।

- মানে?

- নীচে ছোট্টো করে 'শর্তাবলী প্রযোজ্য' লেখা ছিল।

- কি লেখা ছিল?

- একজন কাউকে বাঘ পছন্দ করে নেবে। কাকে পছন্দ করবে সেটা বাঘের উপর নির্ভর করবে।

- আপনি আমাকেই বাছলেন?

- বাছলাম।

- বেশ। তা লঞ্চের বাকিরা কোথায়?

- আমার পরিবারের সংগে জঙ্গলে বেড়াচ্ছে।

- মানে? কেউ যদি খেয়ে নেয়?

- কেউ খাবে না। আমরা চুক্তি ভঙ্গ করি না।

- বেশ। আপনি কি এখনই খাবেন?

-না, আমার হাতে কিছুটা সময় আছে। সময় নিতে পারেন। আমাদের হাতে দেড় ঘন্টা আছে। ছাদে যাবেন?

- ছাদে কেন?

- এই শীতের আমেজে বেশ রোদে বসে আপনাকে টুকটুক করে খাবো। মজা লাগবে।

- মজা লাগবে? এতো নিষ্ঠুর আপনি?

- পাঁঠা, মুরগীগুলোও একই কথা বলে।

- বুঝেছি।

- পায়খানা করবেন?

- না।

- তবে ছাদে চলুন।

- চলুন।

- আমি ঘাড় ধরে নিয়ে যাবো?

- কেন?

- না, তবে বেশ একটা শিকার ধরে নিয়ে যাচ্ছি ফিলিংস আসবে।

- আমার ভয় লাগছে।

- কিচ্ছু ভয় নেই। এমন ধারালো দাঁত আমার, তাছাড়া মানুষের মাংস ছাড়ানো আমাদের কাছে একটা শিল্প।

- মানে?

- মানে আপনি বুঝতেই পারবেন না আপনাকে কখন খেয়ে ফেললাম। আমার ঢেকুর শুনে বুঝবেন।

- মানে! আমি তো তখন মরেই যাবো।

- সে তো শরীরটা। গীতাটা পড়িসনি রে পাগলা? ন হন্যতে হন্যমানে শরীরে।

- বাবা, আবার গীতাও জানেন!

- জানি। কোরাণ, বাইবেল, জেন্দাবেস্তা সব জানি।

- আচ্ছা।

- তবে ঘেঁটিটা ধরি?

- ধরুন।

বাঘটা এগিয়ে আসছে। পচা দা'র সিটটা ভিজে যাচ্ছে। বুঝতে পারছে। কিন্তু থামাবে কে?

হঠাৎ বাঘের মুখটা বউ-এর মতো হয়ে যাচ্ছে। গলার আওয়াজটাও।

"এই শোনো, তুমি তাড়াতাড়ি উঠে টয়লেটে যাও... আবার বিছানায়... একে নিয়ে আমি যে কি করি…."
 
Back
Top