- Joined
- Dec 22, 2024
- Threads
- 176
- Messages
- 2,063
- Reaction score
- 377
- Points
- 3,733
- Age
- 40
- Location
- Dhaka, Bangladesh
- Gender
- Male
তিন মাস হয়ে গেছে লতাকে বিয়ে করেছে মাসুদ।কিন্তু এই তিন মাসে ঘুমে বিভোর থাকা লতাকেই সে দেখেছে বেশি সময়।
সারাদিনের অফিস শেষে বাসায় আসলে বউকে নিয়ে মায়ের অভিযোগ শুনতে শুনতে অতি'ষ্ঠ হয়েছে সে।সবথেকে বেশি অতি'ষ্ঠ সে লতার প্রতি।সে ভেবে পায় না একটা মানুষ এতো ঘুমায় কেমনে?
মনে পরে যায় বিয়ের দিনের কথা!
বিয়ে করে লতাকে গাড়ীতে তুলতেই সে দেখে লতা ঘুমিয়ে গেছে।হয়তো অনেক টায়ার্ড আর রাতও তখন ১১ টা তাই ঘুমিয়ে গেছে!
বাড়ি এসেও ঘুম ভাঙেনি লতার।বাসর ঘরে বোন ভাবীরা ধরে নিয়ে দিয়ে আসে।
মাসুদ ভেবেছিলো তার নতুন বউ ঘুমটা দিয়ে জেগে বসে তার জন্য কিন্তু সে রুমে এসে দেখে লতা নাক ডেকে ঘুমাচ্ছে।
খাওয়া নাওয়াটা কোনরকম সেরেই শুধু ঘুম আর ঘুম।
চিন্তায় চিন্তায় সে শেষ এতো ঘুমায় কেন তার বউ?
শশুড় বাড়ি ব্যাপারটা জানালে তারা বলে তাদের মেয়ে একটু বেশিই ঘুমায়!
ডাক্তার দেখানোর কথা বললেও সেখানে যায় না লতা।তার নাকি খালি ঘুম পায়!সে কোথাও যেতে পারবে না।
তার মায়ের মতে লতার সাথে নাকি জ্বীন আছে।মা অনেকদিন ধরেই এটা বলছিলো মাসুদকে।মাসুদ এতোদিন তেমন গুরুত্ব না দিলেও আজকে চিন্তা করেছে সে লতাকে নিয়ে হুজুরের কাছে যাবে।
যেই ভাবা সেই কাজ।
মাসুদ জোড় করে লতাকে নিয়ে যায় হুজুরের কাছে।
হজুর মাসুদের মুখে সবটা শুনে কিছুক্ষণ চুপ থাকে তার বলে।
-তোমার বউরে খুব কঠিন জ্বীনে ধরছে বাবা।খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে তোমার বউ ভালো হবে না,তার ঘুম ও ছুটার সম্ভবনাও খুব কম।
-তাহলে আমি কি করব হুজুর? প্রশ্ন করে মাসুদ।
-তোমাকে আবার বিয়ে করতে হবে।
তখনও লতার ঘুম ঘুম ভাব কিন্তু সজাগ ছিলো কিছুটা।
মাসুদের বিয়ের কথা শুনে সে এমন ভাবে চমকে উঠে চিল্লানী দিয়ে বলে " না এ হতে পারে না"
সেই যে লতার ঘুম ভাঙে এখন আর সে ঘুমায় না দিন রাত ২৪ ঘন্টায় জেগে থাকে।মাসুদের মাঝরাতে ঘুম ভাঙলেও দেখে লতা জেগে আছে। দেখে মনে হয় যেন মাসুদকে পাহারা দিচ্ছে।বড় বড় চোখ করে থাকিয়ে থাকে।কোন কোন রাতে ভয়ে আঁতকে ওঠে মাসুদ।
আবারও সে চিন্তায় পরে যায় তার বউ ঘুমায় না কেন?
বিঃদ্রঃ লেখাটি অন্তর্জাল হতে সংগৃহীত
সারাদিনের অফিস শেষে বাসায় আসলে বউকে নিয়ে মায়ের অভিযোগ শুনতে শুনতে অতি'ষ্ঠ হয়েছে সে।সবথেকে বেশি অতি'ষ্ঠ সে লতার প্রতি।সে ভেবে পায় না একটা মানুষ এতো ঘুমায় কেমনে?
মনে পরে যায় বিয়ের দিনের কথা!
বিয়ে করে লতাকে গাড়ীতে তুলতেই সে দেখে লতা ঘুমিয়ে গেছে।হয়তো অনেক টায়ার্ড আর রাতও তখন ১১ টা তাই ঘুমিয়ে গেছে!
বাড়ি এসেও ঘুম ভাঙেনি লতার।বাসর ঘরে বোন ভাবীরা ধরে নিয়ে দিয়ে আসে।
মাসুদ ভেবেছিলো তার নতুন বউ ঘুমটা দিয়ে জেগে বসে তার জন্য কিন্তু সে রুমে এসে দেখে লতা নাক ডেকে ঘুমাচ্ছে।
খাওয়া নাওয়াটা কোনরকম সেরেই শুধু ঘুম আর ঘুম।
চিন্তায় চিন্তায় সে শেষ এতো ঘুমায় কেন তার বউ?
শশুড় বাড়ি ব্যাপারটা জানালে তারা বলে তাদের মেয়ে একটু বেশিই ঘুমায়!
ডাক্তার দেখানোর কথা বললেও সেখানে যায় না লতা।তার নাকি খালি ঘুম পায়!সে কোথাও যেতে পারবে না।
তার মায়ের মতে লতার সাথে নাকি জ্বীন আছে।মা অনেকদিন ধরেই এটা বলছিলো মাসুদকে।মাসুদ এতোদিন তেমন গুরুত্ব না দিলেও আজকে চিন্তা করেছে সে লতাকে নিয়ে হুজুরের কাছে যাবে।
যেই ভাবা সেই কাজ।
মাসুদ জোড় করে লতাকে নিয়ে যায় হুজুরের কাছে।
হজুর মাসুদের মুখে সবটা শুনে কিছুক্ষণ চুপ থাকে তার বলে।
-তোমার বউরে খুব কঠিন জ্বীনে ধরছে বাবা।খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে তোমার বউ ভালো হবে না,তার ঘুম ও ছুটার সম্ভবনাও খুব কম।
-তাহলে আমি কি করব হুজুর? প্রশ্ন করে মাসুদ।
-তোমাকে আবার বিয়ে করতে হবে।
তখনও লতার ঘুম ঘুম ভাব কিন্তু সজাগ ছিলো কিছুটা।
মাসুদের বিয়ের কথা শুনে সে এমন ভাবে চমকে উঠে চিল্লানী দিয়ে বলে " না এ হতে পারে না"
সেই যে লতার ঘুম ভাঙে এখন আর সে ঘুমায় না দিন রাত ২৪ ঘন্টায় জেগে থাকে।মাসুদের মাঝরাতে ঘুম ভাঙলেও দেখে লতা জেগে আছে। দেখে মনে হয় যেন মাসুদকে পাহারা দিচ্ছে।বড় বড় চোখ করে থাকিয়ে থাকে।কোন কোন রাতে ভয়ে আঁতকে ওঠে মাসুদ।
আবারও সে চিন্তায় পরে যায় তার বউ ঘুমায় না কেন?
বিঃদ্রঃ লেখাটি অন্তর্জাল হতে সংগৃহীত