- Joined
- Dec 22, 2024
- Threads
- 363
- Messages
- 4,918
- Reaction score
- 1,275
- Points
- 3,863
- Age
- 40
- Location
- Dhaka, Bangladesh
- Gender
- Male
ক্রেডিট কার্ডের বকেয়া
(অন্তর্জাল হতে সংগৃহীত)
(অন্তর্জাল হতে সংগৃহীত)
দুই/ তিন মাস ধরে ক্রেডিট কার্ডের বিল দেই না। ইচ্ছে করেই দেই না। ব্যাংক থেকে প্রায় প্রতিদিনই মেসেজ দেয়। প্রছন্ন হুমকি ধামকি দেয়। ক্রেডিট কার্ড ব্লক হয়ে যাচ্ছে, বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট যাচ্ছে, আইনি নোটিশ আসছে। হাবিজাবি কত মেসেজ। চাকুরী জীবনের শুরুর দিকে আর্থিক প্রতিষ্ঠানে চাকুরী করেছি। এসব মেসেজ তাই পাত্তা দেই না। সারাদিন ফোন করে জ্বালানো শুরু করলো। রাতেও দেয়। দিলাম সব নাম্বার ব্লক করে। এরপর হোয়াটসএপে মেসেজ, ফোন দেয়া শুরু করল। দিলাম সেখানেও ব্লক করে।
এরপর ভিন্ন ভিন্ন নাম্বার থেকে কয়েক সপ্তাহ চেষ্টা চালিয়ে অবশেষে আমার কন্ঠ শোনার সৌভাগ্য করে দিলাম তাদের। একটা মেয়ে কন্ঠ। বিশ্রি ককর্শ কন্ঠ। পুরুষের মতো। রেল ষ্টেশনে মেঝেতে গড়াগড়ি দিয়ে সুর করে গান গেয়ে ভিক্ষা করে এমন কন্ঠ। "স্যার বিল বাকী, টাকাটা কবে দিবেন?" আমি বললাম "আপনার কন্ঠ পছন্দ হয় নাই। কথা বলব না। লাইন কেটে দিলাম। আবার কল দিলো৷ আবার কেটে দিলাম। এরপর ঘন্টাখানেক পর আবার কল দিলো। এবার একটা পুরুষ। বললো সে রিকভারি ম্যানেজার। মহিলা দিয়ে ব্যার্থ হয়ে পুরুষ নিজেই দায়িত্ব নিলো৷ আমি বললাম "আমি বিল দিব না। এর বীপরিতে আপনারা কি কি পদক্ষেপ নিতে পারেন একটু জানান।"
উনি বললেন, "মাত্র ৮ হাজার টাকার জন্য কেন এত ঝামেলা করছেন স্যার। দিয়ে দেন না। " আমি বললাম "হাজার হাজার কোটি টাকা মেরে লোকজন দেশ ছেড়ে ভেগে গেছে! তাদের ধরেন না কেন? মাত্র ১০/১৫ হাজার টাকার জন্য আমার পেছনেই লাগতে হলো?" উনি বললেন "সেটা উপরের লেবেলের লোকেরা জানে। আমরা আমাদের দায়িত্ব পালন করছি। "আপনার উপরের লেবেলের লোককে বলেন আমাকে কল দিতে। তার সাথে কথা আছ!" স্যার আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবে কর্তৃপক্ষ। আমি বললাম, "নেন না পদক্ষেপ। না করেছে কে? কয়েক হাজার টাকার জন্য মামলা মোকাদ্দমা করবেন আর পুলিশ আসবে, আমাকে নিয়ে যেতে? পুলিশের কি কাজকাম নাই? পুলিশের গাড়ী ভাড়াই তো হবে না। আর পুলিশ এখন নিজেই আছে দৌড়ের উপরে। আমারে কালাম পাইসেন?!"
স্যার আপনার গ্যারেন্টর কে কল দেয়া হবে। আমি বললাম "দেন কল। গ্যারেন্টর যারা ছিল তাদের সাথে আমার ঝামেলা চলতেসে। কথাবার্তা বলি না। সম্পর্ক নাই।এদের সারাদিন জ্বালান। আমিও চাই। অশান্ত করে দেন এদের লাইফ।"
"স্যার আপনি টাকা দিবেন না?" দিব কি না এই সিদ্ধান্ত এখনো নেই নাই। আপনার উপরের লেবেলের লোকের সাথে কথা বলে সিদ্ধান্ত নেব।" আপনি হটাৎ ঘুরাচ্ছেন কেন বুঝলাম না।আপনার ৭ বছরের রেকর্ড অনুযায়ী কখনো তো বিল বাকী রাখেন নি।" আগে রাখি নি। এখন রাখব। লোকটা এবার হঠাৎ করেই ক্ষেপে গেল। উচ্চ স্বরে কথা বলতে লাগলো। আমি বললাম "গলার স্বর যত উপরে তুলবেন ততই আমি নাগালের বাইরে চলে যাব। পায়ে ধরেও পারবেন না। অফিসে প্রত্যেক দিন বসের ঝারি খাবেন!"
ম্যানেজার এবার গলা কিছুটা নীচু করে বললেন, "আপনি একটা ঝামেলায় পড়বেন। আমি বললাম "এক কাজ করেন আমাকে ৫ কোটি টাকা লোন দেন। এরপর সব ঝামেলা নিয়ে আমি কানাডা চলে যাব। আপনাকে ১০ হাজার টাকা খুশি হয়ে দিয়ে দিব নে!" ধুর মিয়া রাখেন। লোকটা ক্ষেপে ফোন রেখে দিল।