- Joined
- Dec 22, 2024
- Threads
- 171
- Messages
- 1,930
- Reaction score
- 350
- Points
- 1,633
- Age
- 40
- Location
- Dhaka, Bangladesh
- Gender
- Male
ড্রাইভারের ইন্টার্ভিউ নিচ্ছি।
৩ জন এসেছে ইন্টার্ভিউ দিতে,
প্রথমজন আগে চালাতো বিগত সরকারের আমলের এক প্রতিমন্ত্রীর গাড়ি।
“তোমার গাড়ি চালানোর হাত কেমন?”
‘হাত নির্ভর করে মেশিন কেমন তার উপর’
“ভাই আমি তো তোমাকে লেদ মেশিনের অপারেটর হিসেবে নিচ্ছি না… গাড়ি চালাতে নিচ্ছি”
‘ওইটাই তো বললাম, গাড়ির কন্ডিশনের উপর নির্ভর করে আমার হাত কেমন… কি গাড়ি আপনার?’
“ইন্টার্ভিউ কি তুমি আমার নিচ্ছো?”
‘গ্যাসে চালানো মারুতি সুজুকি হইলে তো স্যার আমার হাত দিয়ে প্রাডো এর রেজাল্ট পাইবেন না’
“আচ্ছা তুমি যাও”
‘যাওয়ার খরচটা দেন… যাই গা...দিন কাল ভালো না’।
… দ্বিতীয় জনকে ডাকলাম
সে আগে এম্বুলেন্স চালাত… তার নাকি রেকর্ড হলো সে ঢাকা মেডিক্যাল থেকে রোগী নিয়ে ১২ মিনিটে ইউনাইটেড হসপিটাল এসেছে
“বাহ”
‘হো’
“রোগীর কি অবস্থা?”
‘মইরা গেসে রাস্তায়’
“এটা বলতেসো না কেন?”
‘এটার সাথে আমার ড্রাইভিং এর সম্পর্ক কি? আপনে তো ডাক্তারের ইন্টার্ভিউ নিতাসেন না, নিতাসেন ড্রাইভারের’
“আচ্ছা তুমি যাও”
‘আর স্যার আমারে কিন্তু চাকরি দিলে গাড়িতে একটা সাইরেন লাগানো লাগবো, সাইরেন ছাড়া আমি চালাইতে পারি না’
“আচ্ছা তুমি যাও”
…তৃতীয় জন চালাতো লাশবাহী গাড়ি
“আগের চাকরিরা ছাড়লে কেন?”
‘ছাড়ি নাই… গাড়ি নিয়েই আইসি… ইন্টার্ভিউ দিয়েই চলে যাব’
“গাড়ি কই?”
‘নিচে’
“গাড়িতে কেউ আছে?”
‘এক কথায় বলা যায়, একজন আছে… আবার বলা যায় উনি নাই’
“তুমি দেখি টুকটাক ফিলোসফিও পারো”
‘শিখসি কিছুটা’
“অনেকগুলো তো ইন্টার্ভিউ নিলাম… আমি তোমাকে কেন নিব? ইম্প্রেস করো“
‘প্রথম যার ইন্টার্ভিউ নিসেন স্যার সে মেশিন ম্যান … দ্বিতীয়জন সাইরেন ছাড়া গাড়ি চালাইবো না… কিন্তু আমার তেমন কোন ডিমান্ড নাই। আমার লক্ষ্যই হলো প্রতি ট্রিপে আপনের শইল পইচে যাওয়ার আগে আপনাকে গন্তব্যে পৌঁছে দেয়া… তাও এই ঢাকা শহরের জ্যামের ভিত্রে… বাকিটা দেখেন আপনি যা ভালো মনে করেন’
৩ জন এসেছে ইন্টার্ভিউ দিতে,
প্রথমজন আগে চালাতো বিগত সরকারের আমলের এক প্রতিমন্ত্রীর গাড়ি।
“তোমার গাড়ি চালানোর হাত কেমন?”
‘হাত নির্ভর করে মেশিন কেমন তার উপর’
“ভাই আমি তো তোমাকে লেদ মেশিনের অপারেটর হিসেবে নিচ্ছি না… গাড়ি চালাতে নিচ্ছি”
‘ওইটাই তো বললাম, গাড়ির কন্ডিশনের উপর নির্ভর করে আমার হাত কেমন… কি গাড়ি আপনার?’
“ইন্টার্ভিউ কি তুমি আমার নিচ্ছো?”
‘গ্যাসে চালানো মারুতি সুজুকি হইলে তো স্যার আমার হাত দিয়ে প্রাডো এর রেজাল্ট পাইবেন না’
“আচ্ছা তুমি যাও”
‘যাওয়ার খরচটা দেন… যাই গা...দিন কাল ভালো না’।
… দ্বিতীয় জনকে ডাকলাম
সে আগে এম্বুলেন্স চালাত… তার নাকি রেকর্ড হলো সে ঢাকা মেডিক্যাল থেকে রোগী নিয়ে ১২ মিনিটে ইউনাইটেড হসপিটাল এসেছে
“বাহ”
‘হো’
“রোগীর কি অবস্থা?”
‘মইরা গেসে রাস্তায়’
“এটা বলতেসো না কেন?”
‘এটার সাথে আমার ড্রাইভিং এর সম্পর্ক কি? আপনে তো ডাক্তারের ইন্টার্ভিউ নিতাসেন না, নিতাসেন ড্রাইভারের’
“আচ্ছা তুমি যাও”
‘আর স্যার আমারে কিন্তু চাকরি দিলে গাড়িতে একটা সাইরেন লাগানো লাগবো, সাইরেন ছাড়া আমি চালাইতে পারি না’
“আচ্ছা তুমি যাও”
…তৃতীয় জন চালাতো লাশবাহী গাড়ি
“আগের চাকরিরা ছাড়লে কেন?”
‘ছাড়ি নাই… গাড়ি নিয়েই আইসি… ইন্টার্ভিউ দিয়েই চলে যাব’
“গাড়ি কই?”
‘নিচে’
“গাড়িতে কেউ আছে?”
‘এক কথায় বলা যায়, একজন আছে… আবার বলা যায় উনি নাই’
“তুমি দেখি টুকটাক ফিলোসফিও পারো”
‘শিখসি কিছুটা’
“অনেকগুলো তো ইন্টার্ভিউ নিলাম… আমি তোমাকে কেন নিব? ইম্প্রেস করো“
‘প্রথম যার ইন্টার্ভিউ নিসেন স্যার সে মেশিন ম্যান … দ্বিতীয়জন সাইরেন ছাড়া গাড়ি চালাইবো না… কিন্তু আমার তেমন কোন ডিমান্ড নাই। আমার লক্ষ্যই হলো প্রতি ট্রিপে আপনের শইল পইচে যাওয়ার আগে আপনাকে গন্তব্যে পৌঁছে দেয়া… তাও এই ঢাকা শহরের জ্যামের ভিত্রে… বাকিটা দেখেন আপনি যা ভালো মনে করেন’