- Joined
- Dec 22, 2024
- Threads
- 407
- Messages
- 5,564
- Reaction score
- 2,005
- Points
- 3,913
- Age
- 40
- Location
- Dhaka, Bangladesh
- Gender
- Male
প্রিয় শুচিস্মিতা
তোমাকে চিঠি লিখবো লিখবো করে জীবন থেকে হারিয়ে ফেলেছি চৌষট্টিটি বসন্ত। কিন্তু সাহস করে উঠতে পারিনি। আজ পয়ষট্টি তম বসন্তে দুরুদুরু বক্ষে, কম্পিত হস্তে তোমাকে চিঠি লিখতে বসেছি। প্রতিবারই চিঠি লিখতে বসে আর লেখা হয়ে উঠেনি শুধুমাত্র তোমাকে হারাবার ভয়ে। চিঠি পড়ে তুমি হয়তো হাসছো। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে হারাইনি। তুমি আমার হৃদয়ে বসে আজও হাসছ ক্লান্তি বিনাশী হাসি। আমি যখন ভীষণ ক্লান্ত হয়ে যাই, হতাশায় মুষড়ে উঠে হৃৎপিণ্ড, শুন্যে হারিয়ে যেতে চায় অনুভূতির সবগুলো কোষ, আমি চোখ বুজে খুলে দেই হৃদয়ের জানালা। আর মুগ্ধ নয়নে চেয়ে দেখি তোমার হাসি। সেই ক্লান্তি বিনাশী হাসি। আমি তোমাকে হারাইনি বিশ্বাস করো। আমি আজও তোমার রেগে যাওয়া অগ্নি দৃষ্টিতে পুড়িয়ে ফেলি সকল হতাশা আর বেদনা। তোমার এলোচুলে ঢেকে ফেলি অস্থিরতার তপ্ত দৃষ্টি। আমি সত্যিই তোমাকে হারাইনি। হৃদয় দিয়ে ভালোবাসলে সে কি কখনো হারাতে পারে! আমি তাই আজো বসত করি তোমার অস্তিত্বকে সঙ্গী করে। তুমি যেন মোটেও কষ্ট পেয়ো না। কারণ, তোমার সুখেই যে আমার সুখ।
ইতি-
তোমার বহ্ণিশিখা
তোমাকে চিঠি লিখবো লিখবো করে জীবন থেকে হারিয়ে ফেলেছি চৌষট্টিটি বসন্ত। কিন্তু সাহস করে উঠতে পারিনি। আজ পয়ষট্টি তম বসন্তে দুরুদুরু বক্ষে, কম্পিত হস্তে তোমাকে চিঠি লিখতে বসেছি। প্রতিবারই চিঠি লিখতে বসে আর লেখা হয়ে উঠেনি শুধুমাত্র তোমাকে হারাবার ভয়ে। চিঠি পড়ে তুমি হয়তো হাসছো। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে হারাইনি। তুমি আমার হৃদয়ে বসে আজও হাসছ ক্লান্তি বিনাশী হাসি। আমি যখন ভীষণ ক্লান্ত হয়ে যাই, হতাশায় মুষড়ে উঠে হৃৎপিণ্ড, শুন্যে হারিয়ে যেতে চায় অনুভূতির সবগুলো কোষ, আমি চোখ বুজে খুলে দেই হৃদয়ের জানালা। আর মুগ্ধ নয়নে চেয়ে দেখি তোমার হাসি। সেই ক্লান্তি বিনাশী হাসি। আমি তোমাকে হারাইনি বিশ্বাস করো। আমি আজও তোমার রেগে যাওয়া অগ্নি দৃষ্টিতে পুড়িয়ে ফেলি সকল হতাশা আর বেদনা। তোমার এলোচুলে ঢেকে ফেলি অস্থিরতার তপ্ত দৃষ্টি। আমি সত্যিই তোমাকে হারাইনি। হৃদয় দিয়ে ভালোবাসলে সে কি কখনো হারাতে পারে! আমি তাই আজো বসত করি তোমার অস্তিত্বকে সঙ্গী করে। তুমি যেন মোটেও কষ্ট পেয়ো না। কারণ, তোমার সুখেই যে আমার সুখ।
ইতি-
তোমার বহ্ণিশিখা