- Joined
- Dec 22, 2024
- Threads
- 407
- Messages
- 5,564
- Reaction score
- 2,011
- Points
- 3,913
- Age
- 40
- Location
- Dhaka, Bangladesh
- Gender
- Male
আপনাদের বিচিও আছে!!!
(অন্তর্জাল হতে সংগৃহীত)
(অন্তর্জাল হতে সংগৃহীত)
অগ্নিদগ্ধ পায়ুপথ নিয়ে হাসপাতালে উপস্থিত হয়েছেন কিছু বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তি। শুধু পায়ুপথে থার্ড ডিগ্রি বার্ন দেখে বিস্মিত ডাক্তার প্রশ্ন করলেন, "শুধু পায়খানার রাস্তা পুড়লো কিভাবে?"
সাংস্কৃতিক ব্যক্তিদের নেতা কোনো মতে মুখে হাসি ফুটিয়ে বললেন, "মহামান্য রাজাকে ফোন করেছিলাম।"
ডাক্তার অবিশ্বাসী স্বরে বললেন, "যাহ! রাজাকে ফোন করলে পায়ুপথ এভাবে পুড়বে কেনো! সত্যি করে বলুন কি ঘটেছে।"
সাংস্কৃতিক ব্যক্তিদের নেতা বললেন, "ফোন করে মহামান্য রাজাকে বলেছিলাম ভয় পাবেন না। কেউ আপনাকে ক্ষমতা থেকে নামাতে পারবে না। আমরা এখনই রাজপ্রাসাদে এসে মোমবাতি প্রজ্বালন করবো।"
বিস্মিত ডাক্তার বললেন, তারপর?
সাংস্কৃতিক ব্যক্তিদের নেতা করুণ স্বরে বললেন, "তারপর আর কি! রাজা হঠাৎ রেগে গিয়ে বললেন, আন্দোলনকারীরা আমার গদিতে আগুন জ্বালাতে চাইছে আর তোমরা আসছো মোমবাতি জ্বালাতে! মোমবাতি জ্বালিয়ে নিজের পশ্চাদ্দেশে গুজে রাখো।"
ডাক্তার অবিশ্বাসী স্বরে বললেন, "তাই বলে আপনারা মোমবাতি জ্বালিয়ে পায়ুপথে ঢুকাবেন!"
সাংস্কৃতিক ব্যক্তিদের নেতা বললেন, "মহারাজের নির্দেশে আমরা গু'ও খেতে পারি, আর নিজের পশ্চাদ্দেশে মোমবাতি প্রজ্বালন করতে পারবো না!"
চিকিৎসক কিছুক্ষণ ভেবে উপদেশ দিলেন, "এরপর মোমবাতি প্রজ্বালন করলে আগুনের দিকটা বাইরে রাখবেন!"
ডাক্তারের কথা শেষ না হতেই সাংস্কৃতিক ব্যক্তিদের নেতা রেগে বললেন,"উপদেশ দেবেন না, বিচি আগুনে গলে গেলে কি আপনারা ফ্রি ট্রান্সপ্ল্যান্ট করে দেবেন?"
ডাক্তার কিছুক্ষণ মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন, তারপর বিস্মিত স্বরে বললেন, "হায় খোদা! আপনাদের বিচিও আছে!"