- Joined
- Dec 28, 2024
- Threads
- 164
- Messages
- 3,501
- Reaction score
- 1,234
- Points
- 2,113
- Age
- 46
- Location
- Dhaka
- Gender
- Male
প্রথমেই এই থ্রেড নিয়ে কিছু কথাঃ
এই থ্রেডের সব কিছু, শব্দের আঁচড়ে গাঁথা আমার স্বকীয় ও নিজস্ব ভাবনার মৌলিক নির্ভেজাল নির্যাস, আমার নিজের লেখা।
আমার হৃদয়ের রঙে রাঙানো শব্দমালা,
কলমের আঁচড়ে গড়া স্বপ্নের পালা।
আমার মনের গহীনে জন্ম নেওয়া কথা,
শব্দের ছন্দে বয়ে যায় নদীর মতো স্রোতা।
এ যেন অনুভূতির মোহনীয় মিছিল,
আলোর রেখায় আঁকা শব্দের ভাস্কর্য নিখিল।
আমার নিজের লেখা, একটি কাব্যিক স্পর্শ,
যেখানে প্রতিটি শব্দ বুনে যায় হৃদয়ের হরষ।
এই থ্রেডের সব কিছু, শব্দের আঁচড়ে গাঁথা আমার স্বকীয় ও নিজস্ব ভাবনার মৌলিক নির্ভেজাল নির্যাস, আমার নিজের লেখা।
আমার হৃদয়ের রঙে রাঙানো শব্দমালা,
কলমের আঁচড়ে গড়া স্বপ্নের পালা।
আমার মনের গহীনে জন্ম নেওয়া কথা,
শব্দের ছন্দে বয়ে যায় নদীর মতো স্রোতা।
এ যেন অনুভূতির মোহনীয় মিছিল,
আলোর রেখায় আঁকা শব্দের ভাস্কর্য নিখিল।
আমার নিজের লেখা, একটি কাব্যিক স্পর্শ,
যেখানে প্রতিটি শব্দ বুনে যায় হৃদয়ের হরষ।