- Joined
- Dec 22, 2024
- Threads
- 407
- Messages
- 5,564
- Reaction score
- 2,005
- Points
- 3,913
- Age
- 40
- Location
- Dhaka, Bangladesh
- Gender
- Male
আকাঙ্ক্ষা
(লেখাটি অন্তর্জাল হতে সংগৃহীত)
(লেখাটি অন্তর্জাল হতে সংগৃহীত)
মানুষেরা ফেলে যায়, বুকে নেয় সারমেয়।
বলো মানবছানা, তুমি কাকে ভালোবাসবে?
পুলিশ কর্মকর্তা প্রেমনাথ চোখ মুছছিলেন না, শুধু অপলক তাকিয়ে ছিলেন সামনের মা-কুকুরটির দিকে। হয়তো অশ্রু লুকানোর চেষ্টা, কিংবা বিস্ময়! তাঁর দুই চোখ ভরাট ছিল অশ্রুতে। মা-কুকুরটি তখন, উঁকিঝুঁকি মারছে সামনের কেবিনটির ভিতরের দিকে। ওখানে, শাদা বিছানার উপরে, শুয়ে আছে একটি মানবশিশু, সদ্যোজাত।
কুকুরটি, শিশুটিকে খুঁজছে! অথচ, তার চারপাশ ঘিরে আছে নিজেরই গর্ভের ছয়টি শিশু। একবার ওদের দিকে তাকায় মা, একবার কেবিনের দুয়ারের দিকে। মা রে!...
হাসপাতাল। দাঁড়িয়ে থাকা অফিসার প্রেমনাথ, মা-কুকুরটির ওই বিহ্বলতার দিকে একদৃষ্টে তাকিয়ে থেকেই, কথা বলছিলেন। তিনি, শেষ করলেন, এভাবে— "আমি তাদেরকে খুঁজছি, দু'জনকেই খুঁজছি। এরা বাবা-মা না, এরা ক্রিমিনাল। আমি খুঁজছি এদেরকে।" আক্ষরিক অর্থেই কেঁদে দিলেন ছত্তিশগড়ের পুলিশ অফিসারটি।
শিশুটির নাভি থেকে ছড়িয়ে থাকা তরতাজা নাড়িটি, তখনও সতেজ। বেঁচে আছে। বেঁচে গেছে সে।
সে-রাতে ছিল অকল্পনীয় ঠাণ্ডা! ডিসেম্বরের শীত। যে-যার মতো ঢুকে ছিল কম্বলের-লেপের-প্রিয়জনের বুকের তলায়। একটুখানি উষ্ণতার খোঁজ। নিদ্রায়। শিশুটির কান্নার শব্দ তখনই কানে এসে ধাক্কা মেরেছিলো তাদের ঘুমন্ত কানের কুহরে। রাত তখন ভোরের দিকে। থেকে-থেকে সে কান্নার ডাক, এড়াতে পারেননি কিছু মানুষ, ছুটে গিয়েছিলেন আধোঘুমে। শব্দের কাছে পৌঁছে, যা দেখলেন— কী দেওয়া যায় এর নাম?
মানুষের একটি সদ্যোজাত কন্যাশিশুকে বুকের ভিতরে নিয়ে শুয়ে আছে এক মা-কুকুর! আর, চারপাশ থেকে তার ছয়টি ছানা ঘিরে রেখেছে মানুষের শিশুটিকে! উষ্ণতা দান! মিলেমিশে! অথচ, নিজের শিশুগুলো ঠাণ্ডায় কাঁপছে ওসময়, থরথর, এমনই তুষারপতন ঠাণ্ডায়! একটি মানবশিশুকে, নিজেদের দেহের সমস্ত উষ্ণতা বিলিয়ে দিয়ে, বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টায়, কয়েকটি কুকুর, একজন মা, ছয়টি শিশু, সারাটি রাত ধরে, তাকিয়ে আছে! ওদের চোখেমুখে বিহ্বলতা! বাঁচাতে পারবে? বাঁচবে তো?
আহ্! কী নাম দেবেন আপনি এই ঐশ্বরিক মুহূর্তগুলোর? কান্না? অপমান? অশ্রু? শ্রেষ্ঠতা? মায়া? মা?
শিশুটিকে ফেলে দিয়ে গিয়েছিলো ওই গহন এলাকায়, মা-বাবা। নাড়িটি ঝুলছিলো। সদ্যোজাত। মা-কুকুরের দেহের তাপ না-পেলে, অমন শীতে ততোক্ষণে মরে নীল হয়ে যেতো শিশুটি, ডাক্তাররা বলেছিলেন, পরে।
কন্যাটির নাম রাখা হলো— 'আকাঙ্ক্ষা'।
আকাঙ্ক্ষা,
পৃথিবী বড়ো নির্লজ্জ গো মা। তুমি মানুষ হয়ো।
তুমি কুকুরকে ভালোবেসো।...
[সূত্র: টাইমস অভ ইন্ডিয়া]