Collected আধুনিক পৌরানিক গল্প - মোস্তাফিজুর রহমান টিটু

dukhopakhidukhopakhi is verified member.

Special Member
Registered
Community Member
1K Post
Joined
Dec 22, 2024
Threads
407
Messages
5,564
Reaction score
2,005
Points
3,913
Age
40
Location
Dhaka, Bangladesh
Gender
Male
*****আধুনিক পৌরানিক গল্প*****

মূল লেখকঃ মোস্তাফিজুর রহমান টিটু





এক দুষ্টু বালকের অত্যাচারে দেবতাদের রাজত্ত্বে হঠাৎ করেই একটু অস্থিরতা সৃষ্টি হয়েছে । এইতো সেদিন জ্ঞানের দেবতা এক সম্মেলনে একটু উল্টাপাল্টা বলাতেই এই বালক সবার সামনেই বলে ফেলল “সত্যি তবে যাহা শুনি – আকাট মূর্খ আমাদের মহাজ্ঞানী “ । দেবতাদের ভুল ত্রুটি নিয়ে হাসি তামাসা । এও কি মানা যায় ? দেবরাজের কাছে নালিস গেলো । দেবরাজ ভাবলেন শত হলেও দেবশিশু । বয়স কম । সময়ের সাথে নিশ্চয় সব ঠিক হয়ে যাবে । সময় যায় । দেববালক যুবক হয় । কিন্তু কিছুই ঠিক হয় না । যোগাযোগের দেবতা একটু খুড়িয়ে হাটেন । মহাবিশ্বের যোগাযোগ ঠিক রাখতে গিয়ে নিজের যোগাযোগে একটু সমস্যা হয়েছে । হতেই পারে । কারো কাছেই এটা তেমন বিসদৃশ মনে হয় না । কিন্তু এই যুবক তাকে দেখলেই এমন ভঙ্গি করে হাটতে থাকে যে আশেপাশের সবাই বেশ আমোদ পায় ।

দেবরানী “পায়রা বানু”র একক নৃত্যানুষ্ঠান । দেব রাজত্ত্বের সবাই উপস্থিত । তিনটা নাচের পরেই এই যুবক নির্দ্বিধায় বলে ফেললো “এই নাচ এই চেহারা – নাম আবার পায়রা “ । আর কি সহ্য করা যায় । দেবরাজ ক্ষিপ্ত হলেন । ভাবলেন একে আমি নিজ হাতে শাস্তি দেব । দেবরাজের খাস কামরায় নিয়ে আশা হলো অপরাধী যুবককে ।

“ তোমাকে আমি কিছু জিনিস দেখাবো । এখানে এসে বসো । “ দেব রাজ বলেন । দেব রাজের হাতের ইশারায় দেওয়াল জুড়ে সিনেমার পর্দা নেমে এল । পর্দা জুড়ে দেখা গেলো ধরাধামের মানুষের ছবি । একটা দুটো নয় হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ছবি ।

“কি দেখছ ? “ দেব রাজ জিজ্ঞেস করলেন ।
-- দাঁড়ানো, বসা, শোওয়া , চিত-কাৎ-উপ্তা হওয়া মর্ত্যলোকের মানুষের ছবি দেখছি । কিন্তু এসবের মানে কি দেবরাজ?
“ ধৈর্য্য ধরো । তোমার সব প্রশ্নের উত্তর দেওয়া হবে । এখন আরো দেখো । সবই ধরাধামের ।“ দেবরাজ বলেন ।
এক নারীর ছবির পাশে তার স্বামীর মন্তব্য দেখা গেলো । “ তুমি এত্তো এত্তো এত্তো সুইট । আমারতো ডায়াবেটিস হয়েই যাবে জান । “
--এসব কি দেবরাজ ?
“এটা হলো দাম্পত্য প্রেম । “
--তাইতো বউ আবার উত্তর দিয়েছে ‘যাহ দুষ্টু’ । কিন্তু আমিতো জানি দাম্পত্য প্রেম ব্যক্তিগত ব্যাপার দেবরাজ । এখানেতো দেখছি হাজার খানেক লোক মন্তব্য করেছে ।
“ধৈর্য্য ধরো । উত্তর পাবে । “ দেবরাজ বলেন ।
পর্দা জুড়ে এর পরে দেখা যায় এক শিশুর ছবি । ছবির পাশে শিশুর বাবার মন্তব্য “ আমার পাঁচ বছরের ছেলে এভারেস্ট জয় করলো । আলহামদুলিল্লাহ্‌ । দোয়া করবেন সবাই ।“
--মানে কি দেবরাজ ? এখানে দেখি ছেলের এক আংকেল মন্তব্য করেছে - এভারেস্টের চাইতে বড় কোনো পাহাড়তো নাই । দোয়া করি বড় হয়ে নিজে এভারেস্টের চাইতেও বড় পাহাড় বানিয়ে তারপর সেটা জয় করো । মর্ত্যলোকের মানুষ পারেও ।

“আরো দেখো ।“
--এতো দেখি শুধু খাবারের ছবি । আর নিচে লেখা - আমি ইহা খাইলাম ।
“এরপরে টয়লেটের ছবি দেখো ।“ দেবরাজ বলেন ।
--ইয়াক থুঃ । নিচে আবার লেখা – আমি ইহা ...লাম । আমি না হয় কিছু অপরাধ করেই ফেলেছি দেবরাজ । তাই বলে এসব কি দেখাচ্ছেন ।
“তোমার অপরাধ খুবই গুরুতর । তবে ধৈর্য্য ধরো । শাস্তির আগে তোমাকে সব আমি বলব । আরো দেখো ।“
পর্দা জুড়ে শুধু বিভিন্ন লেখা দেখা যায় । লেখাও খুব বিচিত্র ..."ছি কুতকুত - বড়শিতে ধরলাম ভুত ।“
--এসব কি দেবরাজ ?
“এটা হলো সাহিত্য ।“
--মানে কি? কুতকুত খেলতে খেলতে বড়শি ফেলবে কেনো ? আর ভুত-ই বা বড়শি খাবে কেনো ?
“তোমার এই প্রশ্নের উত্তর আমার জানা নেই । তবে এই কবির অনুসারী সংখ্যা হবে কয়েক লাখ ।“
--দেবরাজ আর নিতে পারতেছি না । শাস্তি দেন আর যাই করেন এইসব দেখানো বন্ধ করেন ।

“আরও অনেক কিছু দেখাবার ছিলো । ঠিক আছে । এইবার তাহলে শোনো । দেবতাদের হাজারো গুনের মাঝে আত্মপ্রেম আর আত্মপুজা নামক দুইটা বদগুণ আছে । দেবতাদের তা মানিয়েও যায় । মর্ত্যলোকের মানুষ দেবতাদের সব দোষ গুনেরই ছিটেফোটা পায় । সেই হিসাবে অল্প কিছু ব্যাতিক্রম বাদ দিলে সব মানুষের মাঝেই অল্প বেশী আত্মপ্রেম –আত্মপুজা আছে । তুমি দেবতাদের উপহাস করেছো । এমনকি দেব রানীও তোমার উপহাসের হাত থেকে রেহাই পায় নাই । তোমার জন্য আছে কঠিন শাস্তি । তোমার আর দেবালয়ে থাকা হবে না । তুমি ধরাধামের সামান্য মানুষ হিসাবে জন্ম নিবে । এখানেই শেষ না । তোমাকে যা দেখানো হলো এবং আরও অনেক যা তুমি দেখতে চাইলে না সব তোমার দ্বারাই প্রকাশিত হবে । আত্মপ্রেম আর আত্মপুজা কি , কত প্রকার তা ধরণীর মানুষ তোমার মাধ্যমেই নতুন করে জানবে । “ দেবরাজ বলেন ।

কথিত আছে এই সাজাপ্রাপ্ত দেব সন্তান ধরাধামে মার্ক জুকারবার্গ নামে খ্যাতি অর্জন করেন ।
 
Back
Top