- Joined
- Dec 28, 2024
- Threads
- 107
- Messages
- 1,338
- Reaction score
- 105
- Points
- 63
- Age
- 46
- Location
- Dhaka
- Gender
- Male
মি. মুখার্জি সারাদিন কাজ করেন অফিসে, কাজ শেষ করে প্রায়শই রাত হয় বাড়ী ফিরতে।
স্ত্রী অনুভব করলেন ব্যাপারটা, আহা! কি পরিশ্রমটা না তার স্বামী করছেন!
দু’দিন পর স্বামীর জন্মদিন। স্ত্রী ঠিক করলেন স্বামীকে নিয়ে একটা নাইটক্লাবে যাবেন একটু আনন্দ দিতে।
ক্লাবে ঢুকতেই, ডোরম্যান (দারোয়ান) মি. মুখার্জি কে দেখে বললেন, 'স্যার, কেমন আছেন?'
স্ত্রী একটু বিচলিত হয়ে বলল, 'কী ব্যাপার, তুমি এখানে রোজ আসো না কি?'
স্বামী: ‘আরে না না, কি যে বলো না তুমি? ওই ডোরম্যানটা দিনের বেলা আমাদের অফিসে পিয়নের কাজ করে।‘
ক্লাবের ভিতরে গিয়ে চেয়ারে বসতেই ওয়েট্রেস এসে মি. মুখার্জিকে দেখে একগাল হাসি দিয়ে জিজ্ঞেস করল, 'আপনার ফেভারেট ড্রিংকটা দেব স্যার?'
স্ত্রী একটু অস্থির হয়ে স্বামীকে বলল, 'তুমি নিশ্চয়ই এখানে প্রায়ই আসো, নাহলে ও তোমার প্রিয় ড্রিংক কি সেটা জানলো কি করে?'
স্বামী: ‘না গো, এই ওয়েট্রেস মহিলাও দিনের বেলা আমাদের অফিসের ক্যান্টিনে কাজ করে!’
এই সময় বারড্যান্সার (নর্তকী) এসে মি. মুখার্জির শরীরে হাত পেঁচিয়ে বলল, 'ডার্লিং, আজ তোমার পছন্দের নাচটা দিয়ে শুরু করি?'
স্ত্রীর আর সহ্য হল না। ঝড়ের বেগে ক্লাবের বাইরে এসে একটা ট্যাক্সিতে উঠে বসলেন। সাথে সাথে মি. মুখার্জিও ছুটে এসে স্ত্রীর পাশে এসে বসে পড়লেন।
এবার রাগে স্ত্রী চিৎকার শুরু করলেন।
ট্যাক্সি চালক পিছন ফিরে বলল: ‘স্যার, মনে হচ্ছে আজ এক দজ্জাল মহিলাকে নিয়ে এসেছেন!? অন্যদিন তো এমন হয় না স্যার!’
স্যার, মানে মি. মুখার্জি এখন হাসপাতালে ভর্তি...!!!
স্ত্রী অনুভব করলেন ব্যাপারটা, আহা! কি পরিশ্রমটা না তার স্বামী করছেন!
দু’দিন পর স্বামীর জন্মদিন। স্ত্রী ঠিক করলেন স্বামীকে নিয়ে একটা নাইটক্লাবে যাবেন একটু আনন্দ দিতে।
ক্লাবে ঢুকতেই, ডোরম্যান (দারোয়ান) মি. মুখার্জি কে দেখে বললেন, 'স্যার, কেমন আছেন?'
স্ত্রী একটু বিচলিত হয়ে বলল, 'কী ব্যাপার, তুমি এখানে রোজ আসো না কি?'
স্বামী: ‘আরে না না, কি যে বলো না তুমি? ওই ডোরম্যানটা দিনের বেলা আমাদের অফিসে পিয়নের কাজ করে।‘
ক্লাবের ভিতরে গিয়ে চেয়ারে বসতেই ওয়েট্রেস এসে মি. মুখার্জিকে দেখে একগাল হাসি দিয়ে জিজ্ঞেস করল, 'আপনার ফেভারেট ড্রিংকটা দেব স্যার?'
স্ত্রী একটু অস্থির হয়ে স্বামীকে বলল, 'তুমি নিশ্চয়ই এখানে প্রায়ই আসো, নাহলে ও তোমার প্রিয় ড্রিংক কি সেটা জানলো কি করে?'
স্বামী: ‘না গো, এই ওয়েট্রেস মহিলাও দিনের বেলা আমাদের অফিসের ক্যান্টিনে কাজ করে!’
এই সময় বারড্যান্সার (নর্তকী) এসে মি. মুখার্জির শরীরে হাত পেঁচিয়ে বলল, 'ডার্লিং, আজ তোমার পছন্দের নাচটা দিয়ে শুরু করি?'
স্ত্রীর আর সহ্য হল না। ঝড়ের বেগে ক্লাবের বাইরে এসে একটা ট্যাক্সিতে উঠে বসলেন। সাথে সাথে মি. মুখার্জিও ছুটে এসে স্ত্রীর পাশে এসে বসে পড়লেন।
এবার রাগে স্ত্রী চিৎকার শুরু করলেন।
ট্যাক্সি চালক পিছন ফিরে বলল: ‘স্যার, মনে হচ্ছে আজ এক দজ্জাল মহিলাকে নিয়ে এসেছেন!? অন্যদিন তো এমন হয় না স্যার!’
স্যার, মানে মি. মুখার্জি এখন হাসপাতালে ভর্তি...!!!