- Joined
- Dec 22, 2024
- Threads
- 115
- Messages
- 1,101
- Reaction score
- 134
- Points
- 1,213
- Age
- 40
- Location
- Dhaka, Bangladesh
- Gender
- Male
সিল্কহেঞ্জ
(অন্তর্জাল হতে সংগৃহীত)
(অন্তর্জাল হতে সংগৃহীত)
ছবিতে যেটি দেখছেন তা হল একটি মাকড়সার দ্বারা তৈরি করা প্রতিরক্ষা ব্যবস্থা !!
অবাক হচ্ছেন তাইনা !! একে বলা হয় Silkhenge সিল্কহেন্জ । এটি একটি খুবই জটিল কাঠামো যা মাকড়সা তার ডিমকে শত্রু থেকে বাঁচাতে তৈরি করে ! পেরুর আমাজন বনের টাম্বোপাটা ন্যাশনাল রিজার্ভে ২০১৩ সালে প্রথম আবিষ্কৃত হয় এটি । এখনো জানা যায়নি কোন মাকড়সাটি এমন অদ্ভুত ধরনের জটিল এবং শৈল্পিক কাঠামো তৈরি করতে পারে !!
আমরা যেভাবে বাড়ি তৈরি করি এবং তার আশেপাশে বেড়া (দেয়াল) দেই এই কাঠামোটিতেও তেমনি ভাবে মাঝখানে একটি জায়গা রয়েছে যেখানে ডিম থাকে তাও আবার আবৃত অবস্থায় এবং তার চারপাশে প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে বেড়া থাকে ! পোকাদের মধ্যে এমন বুদ্ধিমত্তা অত্যন্ত বিরল !!