স্লথ - বিশ্বের সবচেয়ে ধীর গতির প্রাণী

dukhopakhi

Well-Known Member
Community Member
1K Post
Joined
Dec 22, 2024
Threads
115
Messages
1,101
Reaction score
134
Points
1,213
Age
40
Location
Dhaka, Bangladesh
Gender
Male
স্লথ - বিশ্বের সবচেয়ে ধীর গতির প্রাণী
(অন্তর্জাল হতে সংগৃহীত)​





আপনি কি জানেন, পৃথিবীর সবচেয়ে ধীর প্রাণীটির নাম স্লথ? এই প্রাণী এতই ধীরগতির যে, এটি একদিনে মাত্র ৩-৪ মিটার পর্যন্ত চলতে পারে!

স্লথের এমন ধীর গতি কেন?
এর কারণ হলো স্লথের মেটাবলিজম খুব ধীর। তারা দিনের ১৫-২০ ঘণ্টা ঘুমায় এবং গাছের ডালে ঝুলে সময় কাটায়। খাবার হজম করতেও তাদের কয়েক দিন লেগে যায়!

তাহলে প্রশ্ন হলো, স্লথ যদি ৩ কিমি পথ পাড়ি দিতে চায়, তাহলে কত বছর লাগবে? হিসাব করলে দেখা যায়, এতে তাদের প্রায় ৫-৬ বছর লেগে যাবে!

এত ধীর হলেও, স্লথরা প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি। কারণ তাদের এই ধীরতা শিকারিদের চোখ এড়িয়ে বেঁচে থাকতে সাহায্য করে।

মজার তথ্য: স্লথ এত অলস যে, মাঝে মাঝে তারা গাছ থেকে পড়েও যায় কারণ তারা ঘুমের সময় ডাল শক্ত করে ধরতে ভুলে যায়!


 
Back
Top