দুনিয়ার সবচেয়ে ভয়ংকর কড়া জবাব হলো চুপ থাকার নীরবতা । আপনাকে শান্তি ও শান্ত দুই রাখবে । যখন বুঝতে পারবেন আপনি এমন কোন মানুষের সাথে ডিল করছেন , যাকে বুঝানো সহজ না , আপনার মূল্য তার কাছে নেই । আপনার এফোর্টের মূল্য সে বুঝে না তবে চুপ থাকাটাই সবচেয়ে বড় মূল্যায়ন হোক আপনার কাছে ।আপনার শব্দ বোঝার ক্ষমতা সে মানুষটার নেই ।তাকে ব্যাখ্যা করেও লাভ নেই । সে তার মতনই বুঝে নিবে ।তার মনে যে সিদ্ধ্যান্ত সে নিয়ে ছিলো সে ইচ্ছায়ই সে বাস করবে।
আপনাকে বোঝতে সে আপনার বাহিরের শরীর বেছে নিয়ে ছিলো , আপনার চেহারা আপনার সামাজিকতা তার কাছে ভাষা মনে হয়ে ছিলো তাই ঠকিয়ে যাওয়া তার নিকট কোন জাজমেন্ট ছাড়াই সহজ ছিলো তার কাছে ।
মন বোঝতে হলে মানবিক মানুষ হতে হয় । সে আপনার জন্য মানবিকতায় অক্ষম ছিলো তাই , তার কাছে যেভাবেই নিজেকে রিপ্রেজেন্ট করেন না কেন , সে কিছুইতেই আপনার কথা গুলো মাথায় নিবে না।আপনার জন্য যদি কোন এফোর্ট না থাকে তবে , সে আপনাকে ব্যবহার করেছে মাত্র ।
শুরুতে মনে হবে , হয়তবা কোন একদিন তার ভিতরের মনুষ্যত্ব জাগবে , হয়তবা এই যে তাকে আপনার অব্যক্ত কথা গুলো সুন্দর করে বোঝানো যাবে । কিন্তু যখন বারে বারে চেষ্টা করতে করতে যখন ক্লান্ত হয়ে যাবেন ।তখন বুঝতে পারবেন সে আপনার মতন সমান ভাইবসে তৈরী হয়ে পৃথিবীতে আসে নি।
পৃথিবীতে সব সুন্দর চেহারার মানুষই , মনের দিক থেকে সুন্দর হয় না। কেউ কেউ ভিতরে ভিতরে লালন করে মনষ্টার ।আর কেউ কেউ এই টাইপ মনষ্টারকে একজন দয়ালু মানুষ ভেবে প্রেমে পড়ে যায় কিংবা দীর্ঘ দিনের একটা সম্পর্ক তৈরী করে , পরে বুঝতে পারে এই যে হাওয়াই মিঠাই সম্পর্কটি তাকে শাস্তি স্বরুপ তার জীবনে আসছে।
আর আজীবন সে ভেবে নেয় , এই বুঝি মানুষটা ঠিক হয়ে গেলো , তার কল্পনার মতন না হলেও কিছুটা তার জন্য কিছু একটা মায়া তার মনে থাকবে । কিন্তু অপর প্রান্ত থেকে সেই একই ভাইবস আসে । তাই যে মানুষ আপনার থেকে ও কখনো ছিলো না তার জন্য সবচেয়ে বড় জবাব হলো চুপ হয়ে যাওয়া।এবং নিজেকে হিল করে নেওয়া ।
আপনাকে বোঝতে সে আপনার বাহিরের শরীর বেছে নিয়ে ছিলো , আপনার চেহারা আপনার সামাজিকতা তার কাছে ভাষা মনে হয়ে ছিলো তাই ঠকিয়ে যাওয়া তার নিকট কোন জাজমেন্ট ছাড়াই সহজ ছিলো তার কাছে ।
মন বোঝতে হলে মানবিক মানুষ হতে হয় । সে আপনার জন্য মানবিকতায় অক্ষম ছিলো তাই , তার কাছে যেভাবেই নিজেকে রিপ্রেজেন্ট করেন না কেন , সে কিছুইতেই আপনার কথা গুলো মাথায় নিবে না।আপনার জন্য যদি কোন এফোর্ট না থাকে তবে , সে আপনাকে ব্যবহার করেছে মাত্র ।
শুরুতে মনে হবে , হয়তবা কোন একদিন তার ভিতরের মনুষ্যত্ব জাগবে , হয়তবা এই যে তাকে আপনার অব্যক্ত কথা গুলো সুন্দর করে বোঝানো যাবে । কিন্তু যখন বারে বারে চেষ্টা করতে করতে যখন ক্লান্ত হয়ে যাবেন ।তখন বুঝতে পারবেন সে আপনার মতন সমান ভাইবসে তৈরী হয়ে পৃথিবীতে আসে নি।
পৃথিবীতে সব সুন্দর চেহারার মানুষই , মনের দিক থেকে সুন্দর হয় না। কেউ কেউ ভিতরে ভিতরে লালন করে মনষ্টার ।আর কেউ কেউ এই টাইপ মনষ্টারকে একজন দয়ালু মানুষ ভেবে প্রেমে পড়ে যায় কিংবা দীর্ঘ দিনের একটা সম্পর্ক তৈরী করে , পরে বুঝতে পারে এই যে হাওয়াই মিঠাই সম্পর্কটি তাকে শাস্তি স্বরুপ তার জীবনে আসছে।
আর আজীবন সে ভেবে নেয় , এই বুঝি মানুষটা ঠিক হয়ে গেলো , তার কল্পনার মতন না হলেও কিছুটা তার জন্য কিছু একটা মায়া তার মনে থাকবে । কিন্তু অপর প্রান্ত থেকে সেই একই ভাইবস আসে । তাই যে মানুষ আপনার থেকে ও কখনো ছিলো না তার জন্য সবচেয়ে বড় জবাব হলো চুপ হয়ে যাওয়া।এবং নিজেকে হিল করে নেওয়া ।