- Joined
- Dec 28, 2024
- Threads
- 107
- Messages
- 1,338
- Reaction score
- 105
- Points
- 63
- Age
- 46
- Location
- Dhaka
- Gender
- Male
অফিস শেষে দুই কলিগ বের হয়েছে। তো এক কাপ চা হলে মন্দ হয় না। তাই ফুটপাতের দোকানীকে বললো দুইজনকে চা দিতে। দোকানীও তাই করলো।
১ম কলিগঃ নেন ভাই, চা খান।
২য় কলিগঃ আমি তো ভাই ওয়ানটাইম কাগজের কাপে চা খাই না। কাগজের কাপে খাইলে ক্যান্সার হয়।
১ম কলিগঃ ও আচ্ছা! (বিরক্ত হয়ে) কাঁচের কাপে খাবেন? তাহলে ঢেলে দিই?
২য় কলিগঃ জ্বি আচ্ছা।
১ম কলিগঃ আর কিছু খাবেন?
২য় কলিগঃ হ্যা ভাই, সিগারেট নেন…
১ম কলিগঃ নেন ভাই, চা খান।
২য় কলিগঃ আমি তো ভাই ওয়ানটাইম কাগজের কাপে চা খাই না। কাগজের কাপে খাইলে ক্যান্সার হয়।
১ম কলিগঃ ও আচ্ছা! (বিরক্ত হয়ে) কাঁচের কাপে খাবেন? তাহলে ঢেলে দিই?
২য় কলিগঃ জ্বি আচ্ছা।
১ম কলিগঃ আর কিছু খাবেন?
২য় কলিগঃ হ্যা ভাই, সিগারেট নেন…