পরকীয়া প্রেমিক

WhisperBD

Well-Known Member
Registered
1K Post
Joined
Dec 28, 2024
Threads
107
Messages
1,338
Reaction score
105
Points
63
Age
46
Location
Dhaka
Gender
Male
স্বামী বাইরে যাওয়া মাত্রই বউ হের অবৈধ প্রেমিকরে নিয়া মউজ করা শুরু করছে বাসার ভিতর। নয় বছরের পুলায় কিন্তুক ঘরেই আছিল, ওয়ার্ডরোবের মধ্যে লুকাইয়া হেগো কাম কাজ দেখতাছিল। হঠাৎ কইরা স্বামী বাড়িত ফিইরা আইল! অবৈধ প্রেমিকে কই লুকাইব খুঁইজা না পাইয়া শেষমেষ ওয়ার্ডরোবের মধ্যে ঢুকল। হেতে তো জানেনা ছুড পোলাডাও লুকাইয়া আছে ঐটার ভিতরে!

পোলা: জায়গাটা অনেক আন্ধার!

অবৈধ প্রেমিক: আসলেই!

পোলা: আমার একটা ফুটবল আছে!

অবৈধ প্রেমিক: খুব ভাল!

পোলা: তুমি কি ঐটা কিনতে চাও!

অবৈধ প্রেমিক: নাহ, দরকার নাই!

পোলা: আব্বায় কিন্তুক বাইরেই আছে!

অবৈধ প্রেমিক: আচ্ছা ঠিক আছে, দাম কত?

পোলা: বেশী না, মাত্র ৫০০ টাকা!

কয়েক সপ্তাহ পরে আবারও পুলাডা আগে আর তারপরে অবৈধ প্রেমিকে ওয়ার্ডরোবে লুকাইয়া আছে!

পোলা: জায়গাটা অনেক অন্ধকার!

অবৈধ প্রেমিক: আসলেই!

পোলা: আমার একটা ফুটবলের ব্যাগ আছে!

আগের কথা মনে পইড়া গেল লোকটার!

অবৈধ প্রেমিক: দাম কত? (কাচুমাচু মুখের অবস্থা)

পোলা: মাত্র ২৫০০ টাকা!

অবৈধ প্রেমিক: ঠিক আছে!

কয়েক সপ্তাহ পরে বাবায় পোলারে কইতাছে - আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, চল ফুটবল খেলি!

পোলা: খেলতে পারব না আব্বা, বলটা ব্যাগসহ আমি বিক্রি কইরা দিসি!

বাবা: কত পাইছস বিক্রি কইরা?

পোলা: বেশী না, মাত্র ৩০০০ টাকা!

বাবা: ভয়ানক ব্যাপার! তুমি নির্ঘাৎ প্রতারণা করছ। এটা একটা পাপ! চল হুজুরের কাছে, তওবা পইড়া তোমার প্রায়শ্চিত্ত করতে হবে!

বাবা শয়তান পোলারে নিয়া মসজিদে গেল।

পোলাডা হুজুরের রুমে গেছে তওবা পড়তে, রুমে ঢুইকাই দরজা লাগাইল ভদ্র মাইনষের মতন!

"জায়গাটা অনেক অন্ধকার!" পোলাডা ফিসফিস কইরা কইল!

"এইবার কি বেচবা!" হুজুরের মুখ আবারও অন্ধকার!
 
Back
Top