- Joined
- Dec 28, 2024
- Threads
- 107
- Messages
- 1,338
- Reaction score
- 105
- Points
- 63
- Age
- 46
- Location
- Dhaka
- Gender
- Male
১ম বন্ধু: বন্ধু, বিয়ে করতে যাচ্ছি। কোন উপদেশ থাকলে দে।
২য় বন্ধু: গাড়িতে তিনটে জিনিস থাকে: ক্লাচ, ব্রেক এবং এক্সিলেটর।
১ম বন্ধু: আরে, বিয়ের সাথে গাড়ির কী সম্পর্ক?
২য় বন্ধু: বোকার মত প্রশ্ন করার জন্য তোর ৫০ নম্বর কাটা! তো গাড়ি চালাতে গেলে একটা পা ক্লাচে, আরেকটা পা এক্সিলেটরে রাখতে হয়। আবার ব্রেকটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা পা অবশ্যই ব্রেকের উপর রাখতে হবে।
১ম বন্ধু: আরে, আমার পা তো মাত্র দুটো!
২য় বন্ধু: তোর পুরো ১০০ নাম্বারই কাটা। তোর শালা বিয়েই করা উচিত না।
২য় বন্ধু: গাড়িতে তিনটে জিনিস থাকে: ক্লাচ, ব্রেক এবং এক্সিলেটর।
১ম বন্ধু: আরে, বিয়ের সাথে গাড়ির কী সম্পর্ক?
২য় বন্ধু: বোকার মত প্রশ্ন করার জন্য তোর ৫০ নম্বর কাটা! তো গাড়ি চালাতে গেলে একটা পা ক্লাচে, আরেকটা পা এক্সিলেটরে রাখতে হয়। আবার ব্রেকটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা পা অবশ্যই ব্রেকের উপর রাখতে হবে।
১ম বন্ধু: আরে, আমার পা তো মাত্র দুটো!
২য় বন্ধু: তোর পুরো ১০০ নাম্বারই কাটা। তোর শালা বিয়েই করা উচিত না।