- Joined
- Dec 22, 2024
- Threads
- 115
- Messages
- 1,101
- Reaction score
- 134
- Points
- 1,213
- Age
- 40
- Location
- Dhaka, Bangladesh
- Gender
- Male
শিরোনাম অপ্রকাশিত
একটি দুঃখপাখি রচনা
একটি দুঃখপাখি রচনা
রাত কতটা হলো? মাথার বালিশের পাশ হাতড়ে মোবাইলের পর্দায় চোখ রাখলাম, রাত্রি দুইটা বেজে আঠারো মিনিট. ইদানিং রাতে ঠিকমতো ঘুম হচ্ছেনা. আচ্ছা আকাশে কি এখন তারা ঝিলমিল করছে? তারা দেখতে ভীষণ ইচ্ছা করছে. বিছানা থেকে উঠে আস্তে করে দরজা খুলে বের হলাম. সিড়ি ঘরটা বৈদ্যুতিক বাতির কৃত্রিম আলোয় আলোকিত. ইদানিং কেন জানি কৃত্রিমতা ভালো লাগেনা. এখন যদি হাতে একটি সলতে দেওয়া কেরোসিনের বাতি থাকতো তাহলে পরিবেশটা ভীষণ উপভোগ্য হতো. আচ্ছা সলতে দেওয়া কেরোসিনের বাতির আলো ও তো কৃত্রিম, তাইনা? আবার আমরা নিজেরাই মাঝে মাঝে কৃত্রিম আচরণের মাধ্যমে মানুষকে ধোঁকা দিতে কুন্ঠাবোধ করিনা. আমরা মানব জাতি কতইনা বিচিত্র. কৃত্রিমতা ভালো লাগেনা, আবার কৃত্রিমতার মাঝেই আনন্দ খুজে ফিরি. আসলে মানব জাতি বিচিত্র, নাকি আমি? না, এসব আর ভাবা যাবেনা. আপাতত ছাদের দিকে যাওয়া যাক. সিড়ি দিয়ে উপরে উঠার সময় মনে হলো আকাশে যদি তারার মেলা দেখা যায় তাহলে কতইনা ভালো হয়. সাথে যদি উপরি হিসেবে চাদেঁর আলো থাকে তাহলে তো কথাই নাই. ভাবতে ভাবতে ছাদে পৌছে গেছি. কিন্তু আকাশের দিকে তাকিয়ে মনটা খারাপ হয়ে গেলো. আকাশ পুরোটাই মেঘাচ্ছন্ন. তারাতো দুরে থাক চাদেঁর আলোর ছিটেফোঁটাও চোখে পড়লো না.আচ্ছা এখন কি অমাবস্যা? এখেত্রেও আমি অথর্ব. বাংলা মাস বা আরবি মাস কোনটা সম্বন্ধেই আমার জ্ঞান নাই. নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে.