- Joined
- Dec 22, 2024
- Threads
- 115
- Messages
- 1,101
- Reaction score
- 134
- Points
- 1,213
- Age
- 40
- Location
- Dhaka, Bangladesh
- Gender
- Male
***স্যার আমার ভুল হছে, ক্ষমা করে দেন ***
মূল লেখকঃ আসিফ রহমান জয়
মূল লেখকঃ আসিফ রহমান জয়
জসীম সাহেব বেশ ফুরফুরে মেজাজে, খুশী মনে স্যালুনে ঢুকলেন। এই বিশেষ সময়টায় তিনি বেশ খোশ মেজাজে থাকেন। মাসে একবার স্যালুনে চুল কাটানো, শেভ করা, মাথা ম্যাসেজ করা তিনি ভীষণ উপভোগ করেন। তিনি যার কাছ থেকে এই সার্ভিসগুলো নেন তার নাম-আকরাম। আকরাম নাপিত।
জসীম সাহেব আয়েশ করে স্যালুনের চেয়ারে হেলান দিলেন। এমনিতে ছুটির দিন স্যালুনে খুব ভীড় হয় কিন্তু এখন সন্ধ্যা বলেই হয়তো সেলুনে তিনি ছাড়া আর কোন কাস্টমারকে দেখা গেলো না। জসীম সাহেব মনের আনন্দে চেয়ারে হেলান দিতে দিতে বললেন
-কি আকরাম, খবর কি? আছো কেমন?
আকরাম হাসিমুখে জসীম সাহেবের দিকে এগিয়ে এলো।
-স্যার, আপনে ভালো আছেন? এই স্যারের ক্যাপটা কই রাখলা? কাবার্ড থেকে বাইর কইরা দাও। স্যার তো গত বার যাওয়ার সময় এই ক্যাপটা ফেলায় গেছেন।
জসীম সাহেবের খুশী মূহুর্তের মধ্যে অস্বস্তিতে রুপ নিলো। তিনি গতমাসে এই ক্যাপটা এখানে ফেলে গেছেন! হায় হায়... অথচ এই ক্যাপটা বাসায় তন্ন তন্ন করে খুঁজে না পেয়ে একটু আগেও নীলুফা'র সাথে চিৎকার-চেঁচামেচি করেছেন। এর মাঝে কিছু কথা ভীষন ধবংসাত্নক ধরনের ছিলো
-এই বাসায় কোন কিছুই কি জায়গামতো থাকবে না...
-আমার ক্যাপ কি কাউকে দিয়ে দিয়েছো...
-আমার কষ্টের ইনকামের টাকার প্রতি কারো কোনো মায়া নেই...
-সারাদিন শুধু ফোন নিয়েই আছো...
-আমার জিনিসপত্রের জন্য কি আলাদা লোক রাখা লাগবে...
ব্লা...ব্লা...
ক্যাপটা হাতে নিয়ে জসীম সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। এই ক্যাপ না পেলেই হয়তো ভালো হতো। ক্যাপ নিয়ে বাসায় ঢুকলে নীলুফার তুলকালাম কান্ড করবে। আচ্ছা... এক কাজ করা যায়। ক্যাপ ভাঁজ করে জামার নীচে ঢুকিয়ে ফেলবেন। তারপর বাসায় ঢুকে ড্রয়িং রুমের কোনায় ফেলে রাখবেন। এরপর ড্রইংরুম খোঁজা শুরু করতে হবে। তাহলেই সব কুল রক্ষা।
জসীম সাহেব আবার আয়েশ করে হেলান দিলেন। ক্যাপের প্লানটা করতে পেরে তার বেশ রিলিফ লাগছে। আকরাম জসীম সাহেবের মাথা ম্যাসেজ শুরু করলো। চুল কাটার আগে চুলের গোঁড়ায় হালকা ম্যাসেজ করে দিচ্ছে। প্রচন্ড আবেশে জসীম সাহেবের চোখ বুজে এলো। তিনি চোখ বন্ধ করেই বললেন-
-এই... ভালো দেখে গান ছাড়ো তো...
-কি গান ছাড়বো স্যার?
-আমাদের সময়ের গান ছাড়ো...
কিছুক্ষণের মধ্যে ইউটিউবে গান শুরু হলো।
-'প্যেয়ার কিয়া তো ডারনা ক্যায়া... জাব পেয়ার কিয়া তো ডারনা ক্যেয়া...'
জসীম সাহেব কোনমতে এক চোখ খুললেন। তার ইচ্ছা হলো সেই চোরের মতো বলেন-
-আমার ভুল হছে...আমাকে ক্ষমা করে দেন...
জসীম সাহেবের আসলেই ভুল হয়েছে। তার বলা উচিত ছিলো অমুক গানটা ছাড়ো। আকরাম নাপিত "তার সময়ের গান" বলতে ভুল বুঝেছে। তিনি বুঝিয়েছিলেন নব্বই দশকের গান ছাড়তে-আশিকি-দিল। বেটা ছেড়েছে ষাট দশকের গান!
জসীম সাহেব এক চোখ খোলা অবস্থাতেই হাঁক ছাড়লেন-
-আকরাম...
আকরাম এক মনে মাথা ম্যাসেজে ব্যস্ত-
-জী স্যার...
-চুল কি সবই পেকে গেছে?
-না স্যার। কাচা-পাকা...
-কাচা বেশী নাকি পাকা বেশী...
-স্যার কাচাই বেশী...
জসীম সাহেব হুঙ্কার ছাড়লেন-
-তাহলে এই বুইড়া বয়সের গান ছাড়ছো কেন? ব্যাটা... আশিকির গান ছাড়ো...
ঝাড়ি খেয়ে আকরাম বললো-
-স্যার... আমার ভুল হছে... ক্ষমা করে দেন...