- Joined
- Dec 22, 2024
- Threads
- 115
- Messages
- 1,101
- Reaction score
- 134
- Points
- 1,213
- Age
- 40
- Location
- Dhaka, Bangladesh
- Gender
- Male
অন্য ছুটি
মূল লেখকঃ শামিম রেজা
এবার ছুটি পেলে, ফিরে যাবো নিজের কাছে
অনাহুত বাহুর কাছে-
নতজানু গ্রীবার কাছে-
অযত্নে ফেলে রাখা, বুকের গোপন তিলের কাছে।
কতদিন নেইনি খবর, কতদিন ছুঁইনা ওদের
বয়স যাচ্ছে বেড়ে ত্বকের এবং চুলের।
বিষিয়ে ওঠা ক্ষতটারে-
শুষে মলমের আদরে-
এবার ছুটি পেলে, চুমু খাবো নিজের ঠোঁটে...
এবার ছুটি পেলে, আড্ডা দেবো নিজের সাথে
অভিমানী ঠোঁটের সাথে-
ক্লান্ত দুটো চোখের সাথে-
নিকোটিন ধোয়া গিলে, বসবো নিজের শরীর ঘেষে।
কতদিন নেইনি খবর, কতদিন পাইনি ওদের
মরচে যাচ্ছে ধরে প্রানের এবং মনের।
হাঁপিয়ে ওঠা মনটারে-
জড়িয়ে ধরে সাদরে-
এবার ছুটি পেলে, ঘুম দেবো নিজের সাথে..
মূল লেখকঃ শামিম রেজা
এবার ছুটি পেলে, ফিরে যাবো নিজের কাছে
অনাহুত বাহুর কাছে-
নতজানু গ্রীবার কাছে-
অযত্নে ফেলে রাখা, বুকের গোপন তিলের কাছে।
কতদিন নেইনি খবর, কতদিন ছুঁইনা ওদের
বয়স যাচ্ছে বেড়ে ত্বকের এবং চুলের।
বিষিয়ে ওঠা ক্ষতটারে-
শুষে মলমের আদরে-
এবার ছুটি পেলে, চুমু খাবো নিজের ঠোঁটে...
এবার ছুটি পেলে, আড্ডা দেবো নিজের সাথে
অভিমানী ঠোঁটের সাথে-
ক্লান্ত দুটো চোখের সাথে-
নিকোটিন ধোয়া গিলে, বসবো নিজের শরীর ঘেষে।
কতদিন নেইনি খবর, কতদিন পাইনি ওদের
মরচে যাচ্ছে ধরে প্রানের এবং মনের।
হাঁপিয়ে ওঠা মনটারে-
জড়িয়ে ধরে সাদরে-
এবার ছুটি পেলে, ঘুম দেবো নিজের সাথে..