- Joined
- Dec 28, 2024
- Threads
- 107
- Messages
- 1,338
- Reaction score
- 105
- Points
- 63
- Age
- 46
- Location
- Dhaka
- Gender
- Male
![26D8Q3S.jpeg](https://i.imgur.com/26D8Q3S.jpeg)
এটি বাংলা শব্দ দিয়ে বাংলা বাক্য গঠনের একটি খেলা। খেলাটি কল্পনামূলক ও সৃজনশীল, এবং সেই সঙ্গে বোকা বোকা ও মজাদার। এই খেলাটি আমার আপনার শব্দ ভান্ডারকে সমৃদ্ধ করতে সহায়ক হবে বলেই আশা করা যায়। । পাশাপাশি ভাষা শেখা ও চর্চার কাজটিও উপভোগ্য করে তুলতে ভূমিকা রাখবে বলেই ধারণা।শুধু খেয়াল রাখতে হবে শব্দ এবং বাক্যটি যেন অর্থপূর্ণ হয়।
সংক্ষিপ্ত নিয়মাবলীঃ
এখানে আমরা রিপ্লাই বক্সে বাংলা শব্দ দিয়ে একটা অর্থপূর্ণ বাক্য লিখবো, এবং নির্দিষ্ট শব্দটি হাইলাইট করে দেব। পরবর্তী জন সেই হাইলাইটকরা শব্দের শেষ অক্ষর দিয়ে আরেকটি শব্দ লিখবেন যেটা একটা অর্থপূর্ণ বাক্যের অংশ হবে। এক্ষেত্রে আগের শব্দের ভাবানুযায়ীও কেউ ইচ্ছে করলে একটা পূর্ণাংগ বাক্য গঠন করতে পারবেন। তবে অবশ্যই বাক্যের যে শব্দটি আগের শব্দের প্রতিউত্তরে উল্লেখ করেছেন তা চিহ্নিত করে দিতে হবে। পরেরজন আবার সেই হাইলাইটকরা শব্দের শেষ অক্ষর দিয়ে আরেকটি শব্দ লিখবেন যেটা একটা অর্থপূর্ণ বাক্যের অংশ হবে। এভাবেই চলতে থাকবে। তবে কেউই পর পর দু’বার উত্তর করতে পারবেন না। আশাকরি উপভোগ্য হবে।
তাহলে চলুন শুরু করা যাক...