- Joined
- Dec 28, 2024
- Threads
- 107
- Messages
- 1,338
- Reaction score
- 105
- Points
- 63
- Age
- 46
- Location
- Dhaka
- Gender
- Male
আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো আছেন। নতুন জয়েন করলাম আড্ডাতে, তাই পরিচিত হতে চলে আসলাম।
একজন বাংলাদেশী আমি, চেষ্টা করি সবসময় মনে-প্রাণে বাংলাকে ধারণ করতে। জীবনের প্রতিটি বাঁকে প্রতিটি মুহূর্তে নতুন কিছু শিখতে এবং নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে ভালোবাসি।
একজন প্যাশনেট এবং খোলা মনের মানুষ হিসেবে বন্ধুত্বের দ্বার অবারিত সকলের জন্য। গ্রহণ বা প্রত্যাখ্যান, সম্পূর্ণই আপনার ব্যাপার। আমি বিশ্বাস করি যে ফর্ম অস্থায়ী কিন্তু মান চিরস্থায়ী। সুতরাং, কেউ গ্রহণ করুক বা না করুক, মানুষের মনোভাব সবসময় একই থাকবে। জীবন তো একটাই, so always smile and be the smile.
সবার জন্য শুভকামনা!
আশা করি সবাই ভালো আছেন। নতুন জয়েন করলাম আড্ডাতে, তাই পরিচিত হতে চলে আসলাম।
একজন বাংলাদেশী আমি, চেষ্টা করি সবসময় মনে-প্রাণে বাংলাকে ধারণ করতে। জীবনের প্রতিটি বাঁকে প্রতিটি মুহূর্তে নতুন কিছু শিখতে এবং নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে ভালোবাসি।
একজন প্যাশনেট এবং খোলা মনের মানুষ হিসেবে বন্ধুত্বের দ্বার অবারিত সকলের জন্য। গ্রহণ বা প্রত্যাখ্যান, সম্পূর্ণই আপনার ব্যাপার। আমি বিশ্বাস করি যে ফর্ম অস্থায়ী কিন্তু মান চিরস্থায়ী। সুতরাং, কেউ গ্রহণ করুক বা না করুক, মানুষের মনোভাব সবসময় একই থাকবে। জীবন তো একটাই, so always smile and be the smile.
সবার জন্য শুভকামনা!