হাফ ছবি

Tushar

Member
Community Member
Joined
Dec 23, 2024
Threads
6
Messages
120
Reaction score
4
Points
18
Location
CA
Gender
Male
এক লোক কোদাল দিয়ে গর্ত খুঁড়ছে। পাশ দিয়েই যাচ্ছিল এই গ্রামের আরেক লোক। সে জিজ্ঞেস করলো—
১ম ব্যক্তিঃ কী রে, গর্ত খুঁড়ছিস কেন?
য় ব্যক্তিঃ ছবি তুলব তো, তাই গর্ত খুঁড়ছি।
১ম ব্যক্তিঃ ছবি তোলার জন্য গর্ত খুঁড়ছিস, মানে?
২য় ব্যক্তিঃ হয়েছে কী, আমার হাফ ছবি তুলতে হবে। আর জানিস তো, হাফ ছবি বুক পর্যন্ত হয়। তাই গর্তে নেমে ছবি তুলব। যাতে শুধু বুক পর্যন্ত ওঠে।
১ম ব্যক্তিঃ তা কয় কপি ছবি তুলবি?’
২য় ব্যক্তিঃ তিন কপি।
১ম ব্যক্তিঃ আরে বোকার বোকা! তিন কপি ছবি তুললে একটা গর্ত খুঁড়ছিস কেন। আরও দুইটা খোঁড়।
 
Back
Top