কিমা ব্রেড
উপকরণ :
ব্রেড ৮ পিস,
মিহি কিমা ১ কাপ,
পিঁয়াজ কুচি ১ কাপ,
কাঁচা মরিচ কুচি ৪/৫টা,
ডিম ১ টা,
সয়াসস ১ চামচ,
বাটার ৪ টেবিল চামচ,
ধনিয়াগুঁড়ো ১ চা চামচ,
মরিচগুঁড়ো ১ চা চামচ,
সয়াবিন তেল ৪ টেবিল চামচ,
টেস্টিং সল্ট হাফ চা চামচ,
লবণ পরিমাণ মতো,
আদা রসুন বাটা ১ চা চামচ।
যেভাবে তৈরি করবেন :
মাইক্রোওয়েভ প্রুভ ডিসে ৪ টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ২টি ব্রেড গরম করে নিন। এবার কিমা সয়াসসসহ সব মসলা দিয়ে মেখে ৪ মিনিট কুক করে নিন। আরেকটি মাইক্রোয়েভ প্রুফ পাত্রে বাটার দিয়ে ব্রেডগুলো ৩০ সেকেন্ড করে গরম করে নিন। এবার ব্রেড, ডিম কিমা লেয়ারে সাজিয়ে পরিবেশন করুন। কিমা ব্রেড চুলায় তাওয়া বসিয়ে সহজেই করতে পারেন।